শিশুদের চাপা দিয়ে মাইক্রোবাসটি পাশের পুকুরে পড়ে যায়।
কুষ্টিয়া সংবাদদাতা॥
কুষ্টিয়ার খোকসায় মক্তব থেকে বাড়ি ফেরার পথে মাইক্রোবাসের চাপায় চার মেয়েশিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরেকজন।
রোববার ভোর সাড়ে ৬টায় খোকসা উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের শিমুলিয়া কুঠিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন খোকসা থানার ওসি আন নূর জায়েদ।
নিহত শিশুরা হল- ওই এলাকার হানিফ মণ্ডলের মেয়ে মিম (১১), একই পাড়ার সুমাইয়া তানজিলা (১২), জুথি (১১) এবং মারিয়া (১১)।
এছাড়া ফাতেমা (১০) নামের এক শিশু গুরুতর জখম হয়ে হাসপাতালে ভর্তি আছে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইকবাল হাসান বলেন, সকালে সড়ক দুর্ঘটনায় জখমপ্রাপ্ত হয়ে পাঁচ শিশুকে জরুরি বিভাগে নিয়ে আসলে চারজনকে মৃত ঘোষণা করা হয়। এছাড়া এক শিশু গুরুতর জখমপ্রাপ্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী খোকন বলেন, প্রতিদিনের মতো এলাকার শিশুরা মসজিদ থেকে আরবি পড়ে বাড়ি ফিরছিল। সেসময় রাজবাড়ীর দিক থেকে কুষ্টিয়াগামী একটি কালো রঙের মাইক্রোবাস দ্রুতগতিতে যাচ্ছিল।
“হঠাৎ কী কারণে যেনো মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার এপাশ ওপাশ করতে থাকে। গাড়িটি খুব গতিতে থাকায় রাস্তার বামপাশ দিয়ে হেঁটে যাওয়া শিশুদের ওপর উঠে যায়। তখনই এই ঘটনা ঘটে।”
মাইক্রোবাসটি শিশুদের চাপা দিয়ে পাশের পুকুরে পড়ে যায় বলেও জানান তিনি।
এদিকে ঘটনার পর এলাকায় নেমে আসে শোকের ছায়া। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা তাৎক্ষণিক সড়কের দাঁড়িয়ে বিক্ষোভ করে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি আন নুর জায়েদ।
তিনি বলেন, এ ঘটনায় মাইক্রোবাসটি জব্দ করেছে পুলিশ তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।