রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

থানা থেকে লুট হওয়া ১২টি গ্যাস সেল নদী থেকে উদ্ধার

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫, ৮.৫৬ পিএম
  • ৬ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত


স্টাফ রিপোর্টার॥



সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানা থেকে লুট হওয়া ১২টি গ্যাস সেল নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উল্লাপাড়া উপজেলার ধোপাকান্দি স্বরসতি নদী থেকে গ্যাস সেল উদ্ধার করা হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, ধোপাকান্দিতে স্বরসতি নদীতে পানি কমে যাওয়ায় আজ সকালে সেখানে মাছ ধরতে যায় স্থানীয় কয়েকজন যুবক। এসময় তারা একটি পলিথিনে মোড়ানো গ্যাস সেল দেখতে পায়। পরে তারা বিষয়টি সলঙ্গা ও হাটিকুমরুল হাইওয়ে থানাকে অবগত করেন। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে গ্যাসসেল উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, গত ৪ আগস্ট হাটিকুমরুল হাইওয়ে থানায় হামলা চালিয়ে ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। উদ্ধার হওয়া গ্যাস সেল গুলো হাটিকুমরুল হাইওয়ে থানা থেকে লুট হওয়া গ্যাস সেল বলে ধারণা করা হচ্ছে। গ্যাসসেল গুলো ৩৮ এমএম সাইজের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com