সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৩:২৮ অপরাহ্ন

সাড়ে পাঁচ ঘণ্টা পর বগি উদ্ধার, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল স্বাভাবিক

  • আপডেট সময় মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ১২.৪৩ পিএম
  • ২৩ বার পড়া হয়েছে
ছবি: সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট॥

টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে লাইনচ্যুত হওয়া পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের বগি সাড়ে পাঁচ ঘণ্টা পর উদ্ধার করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে সোমবার রাত ৮টা ৪৫ মিনিটের দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশনে এই দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশন মাস্টার খায়রুল ইসলাম ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্টেশন মাস্টার খায়রুল ইসলাম জানান, ট্রেনটি দুর্ঘটনার পর প্রথমে বগিগুলো সরিয়ে নেয়া হয়। এরপর ক্ষতিগ্রস্ত বগি ক্রেন দিয়ে উপরে তুলে লাইনে তোলা হয়। এরপর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এখন বিভিন্ন স্টেশনে আটকে পড়া ট্রেনগুলো ছেড়ে আসছে।

ট্রেনের যাত্রীরা জানান, সেতু পূর্ব রেলস্টেশনে বিরতি শেষে ঢাকার উদ্দেশ্যে যখন রওনা হচ্ছিল। সেসময় হঠাৎ শব্দ হয়। পরে জানতে পারি চাকা লাইনচ্যুত হয়েছে। ফলে গন্তব্যে পৌঁছাতে ভোগান্তি পোহাতে হচ্ছে।

বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর আশরাফ বলেন, পঞ্চগড় থেকে ছেড়ে আসা পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি যাত্রা বিরতি শেষে ঢাকার দিকে যাওয়ার সময় একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। ফলে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সকল রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com