রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০২:৩৯ অপরাহ্ন

সাবেক এমপি মমিন মন্ডলের পিএস সেলিম গ্রেফতার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৮.৫৭ পিএম
  • ৯ বার পড়া হয়েছে
ছবি: সংগ্রহীত

স্টাফ রিপোর্টার॥
সিরাজগঞ্জের এনায়েতপুরে ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ করে চাঞ্চল্যকর কলেজ ছাত্র শিহাব, সিয়াম হোসেন ও ইয়াহিয়া হত্যার মামলার অন্যতম আসামি সিরাজগঞ্জ-৫ আসনের সাবেক এমপি মমিন মন্ডলের পিএস সেলিম সরকারকে গ্রেফতার করেছে র‌্যাব ।
বুধবার র‌্যাব-১২ সদর কম্পানি ও র‌্যাব-১১,সিপিসি-১, নারায়নগঞ্জের একটি চৌকাস অভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার গাবতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব-১২ এর সদর কোম্পানি কমান্ডার (লে. কমান্ডার বিএন) এম. আবুল হাশেম সবুজ এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত আসামি সেলিম সরকার (৪৬), সে জেলার বেলকুচি উপজেলার শেরনগর (কামারপাড়া) এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে ।
প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার এম. আবুল হাশেম সবুজ জানান, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শুরু হলে ছাত্র জনতা একটি মিছিল নিয়ে এনায়েতপুর থানার দিকে রওনা হলে আল হেরা মার্কেটের সামনে পৌঁছলে দুর্বৃত্তরা গুলিবর্ষণ শুরু করে । এ সময় শিহাব, সিয়াম ও ইয়াহিয়া মারাত্মকভাবে আহত হয়। তাদেরকে খাজা ইউনুছ আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে এনায়েতপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com