রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
মানুষের জন্ম চাকরির জন্য নয়, উদ্যোক্তা হওয়ার জন্য: প্রধান উপদেষ্টা সিরাজগঞ্জে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড সিরাজগঞ্জের ৫২৫ মণ্ডপে দুর্গা পূজার আয়োজন হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্র উপদেষ্টা কমছে কৃষিজমি, বাড়ছে খাদ্য নিরাপত্তা নিয়ে ঝুঁকি ৬৩৮.১৫ কোটি টাকা ব্যয়ের পরেও যমুনার পশ্চিম তীরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ৯৯২ একর জমি সিরাজগ‌ঞ্জে শিশুদের জন্য আধুনিক শিশুপার্ক নির্মাণ সম‌য়ের দা‌বি-মির্জা মোস্তফা জামান যমুনা নদীর ভাঙনরোধে ক্রসবার নির্মাণের দাবিতে মানববন্ধন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে প্রকৃতি ও পরিবেশবান্ধব শিক্ষাঙ্গণ হিসেবে গড়ে তুলতে হবে: পরিবেশ উপদেষ্টা চলনবিলের কৃষকদের স্বপ্ন এখন পানির নিচে

সিরাজগঞ্জের সাবেক এমপি হেনরী ও তার স্বামী আবার ৪ দিনের রিমান্ডে

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪, ৮.৪৪ পিএম
ফাইল ফটো

স্টাফ রিপোর্টার॥


বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে বিএনপি কর্মি আব্দুল লতিফ নিহত হওয়ার ঘটনায় দায়ের করা মামলায় সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবুকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত ।

আব্দুল লতিফ হত্যা মামলায় আজ মঙ্গলবার বিকেলে জান্নাত আরা হেনরী ও তার স্বামীকে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে হাজির করে পুলিশ। এসময় তাদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ । শুনানী শেষে বিচারক রাসেল মাহমুদ তাদের ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সিরাজগঞ্জ সদর থানার জিআরও স্বপন ও মামলার বাদিপক্ষের আইনজীবি এ্যাডভোকেট. নাজমুল ইসলাম এতথ্য নিশ্চিত করেছেন।

মামলার বাদী পক্ষের আইনজীবী এ্যাড. নাজমুল ইসলাম জানান, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে ছাত্র-জনতার উপর হামলা করে আওয়ামীলীগের নেতা কর্মীরা। হামলা চলাকালে গুলিতে নিহত হয় বিএনপি কর্মি আব্দুল লতিফ। এই ঘটনায় দায়েরকৃত হত্যা মামলায় হুকুমের আসামি সিরাজগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবু।

আজ তাদের আদালতে হাজির করা হলে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। বিচারক উভয় পক্ষের শুনানি শেষে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, তিনটি হত্যা ও একটি অস্ত্র মামলার আসামি সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তার স্বামী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শামিম তালুকদার লাবুকে মৌলভীবাজারের বর্ষিছড়া থেকে গত ৩০ সেপ্টেম্বর গ্রেফতার করে র‌্যাব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com