আশরাফুল ইসলাম জয়॥
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় বাবাকে হত্যার ঘটনায় ছেলে মো. রেজাউল করিম লাবুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। মামলার অপর দুই আসামিকে তিন মাস করে সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। আদালতের সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভোকেট আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।
আদালত সূত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার একটি গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে বাবা ও ছেলের মধ্যে কলহ চলে আসছিল। এরই এক পর্যায়ে রেজাউল করিম লাবু তার বাবাকে হত্যার পরিকল্পনা করেন। পরবর্তীতে, অন্য আসামিদের সহযোগিতায় তিনি তার বাবাকে নৃশংসভাবে হত্যা করেন।
ঘটনার পর নিহতের পরিবারের পক্ষ থেকে সলঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার এজাহারে রেজাউল করিম লাবুকে প্রধান আসামি করা হয়। পুলিশি তদন্ত এবং সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়।
মামলার দীর্ঘ শুনানি শেষে, আদালত এই সিদ্ধান্তে উপনীত হন যে, রেজাউল করিম লাবুর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। সাক্ষীদের জবানবন্দি এবং মামলার আলামত পর্যালোচনার পর বিচারক এই রায় প্রদান করেন। রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ। অপরদিকে, আসামিপক্ষের আইনজীবী জানিয়েছেন, তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন। এই রায়কে কেন্দ্র করে আদালতপাড়ায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্ত আসামিদের সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং পারিবারিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।