স্টাফ রিপোর্টার॥
ভূমিহীনদের পূনর্বাসনসহ চার দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখা।
বুধবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে পৌর-শহরের বাজার স্টেশন কদম ফোয়ারা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনটি বাংলাদেশ ভূমিহীন আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো. মীরাজ মোল্লার সভাপতিত্বে ১৬০ জন গৃহহীন ও ভূমিহীন পরিবারের প্রায় ৩ শতাধিক মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
মানববন্ধনটি বাজার স্টেশন কদম ফোয়ারা চত্বরে ঘন্টা ব্যাপী অবস্থান করে পরে সিরাজগঞ্জ শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসকের প্রতিনিধির কাছে স্মারকলিপি প্রদান করেন।
উক্ত মানববন্ধনে ৪ দফা দাবি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সংগঠনটির সম্পাদক মন্ডলীর উপদেষ্টা এস এম রফিকুল এহসান বিপ্লব, সাধারণ সম্পাদক মো. আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের, সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
মানববন্ধনে বক্তারা বলেন খোকশা বাড়ী আশ্রয় প্রকল্পে ৩১০টি যে ঘর নির্মাণ করা হয়েছে সেখানে প্রকৃত কোন ভূমিহীন নেই। অধিকাংশই ঘর রয়েছে তালাবদ্ধ। এছাড়াও ঘর ভাড়া দেওয়ার অনেক অভিযোগ রয়েছে। এদিকে আমরা ভূমিহীনরা ঘর না পেয়ে খোলা আকাশের নিচে জীবন যাপন করছি। আশ্রয় প্রকল্পের খালি ও ভাড়া ঘর তালিকা করে পূর্বের মালিকানা বাতিল করে প্রকৃত ভূমিহীনদের নামে ঘর গুলো লিখে দেওয়ার দাবি জানান সংগঠনের নেতারা।
দাবিগুলো হলো, গৃহহীন-ভূমিহীন অন্তত ১৬০ পরিবারের জন্য জায়গা সহ ঘর তৈরী করে ১টি পুর্নবাসনের ব্যবস্থা করা। লিজকৃত সরকারী খাশ জমির লিজ বাতিল করে ভূমিহীনদের নামে লিজ দেওয়ার ব্যবস্থা। খোকশাবাড়ী আশ্রায়ণ প্রকল্পে তদন্ত করে খালি ঘর ও ভাড়া ঘর তালিকা করে পূর্বের মালিকানা বাতিল
করে প্রকৃত ভূমিহীনদের বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করবেন । বিগত জেলা প্রশাসক বর্তমান ৩নং ক্রসবারে দক্ষিণে মাটি ভরাট করার স্থানে পানি উন্নয়ন বোর্ড এবং রেলওয়ের কিছু জায়গা প্রায় ২ শত ভূমিহীন পরিবারের জায়গা বরাদ্দ দেয়া হয়েছিল। যমুনার ভাঙ্গনে বিলীন হবার পর এখন ঐ জায়গা আবার দৃশ্যমান হয়েছে, জায়গাটি পুনরায় ভূমিহীনদের জন্য বরাদ্দ করারও জোর দাবি জানান।