রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:২৯ পূর্বাহ্ন

হিজবুল্লাহ প্রধানের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

  • আপডেট সময় শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৪.৫২ পিএম
  • ২৪ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

এ বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
অনলাইন ডেস্ক॥
লেবাননের রাজধানী বৈরুতে সিরিজ বোমা হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

তবে এ বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

গতরাতে হিজবুল্লাহর সূত্রগুলো এএফপি, রয়টার্স এবং লেবানন ও ইরানের স্থানীয় মিডিয়াসহ বিভিন্ন সংবাদ সংস্থাকে জানায় যে, দাহিহ শহরতলিতে হামলার পর নাসরাল্লাহ বেঁচে আছেন এবং নিরাপদে আছেন।

শুক্রবার জাতিসংঘের অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এরপরই দক্ষিণ বৈরুতে হিজবুল্লাহর সদরদপ্তরে সংগঠনটির প্রধান হাসান নাসরাল্লাহকে নিশানা করে সিরিজ হামলা চালায় আইডিএফ।

আজ শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে আইডিএফ ঘোষণা দেয়, হিজবুল্লাহ প্রধান নিহত হয়েছেন।

হিজবুল্লাহর সূত্রের বরাত দিয়ে রয়টার্স প্রথমে নাসরাল্লাহ বেঁচে আছেন, এই সংবাদ প্রচার করে। কিন্তু আজ বার্তা সংস্থাটি জানায়, হিজবুল্লাহর একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলের হামলার পর থেকে নাসরাল্লাহর সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

সংবাদমাধ্যম বিবিসি ও সিবিএস জানিয়েছে, নাসরাল্লাহ বেঁচে আছেন না মারা গেছেন, এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য নেই যুক্তরাষ্ট্রের কাছে।

৩২ বছর ধরে হিজবুল্লাহ প্রধানের দায়িত্বে আছেন নাসরাল্লাহ। আল জাজিরার মতে, ইরানপন্থী এই সামরিক গোষ্ঠীর পাশাপাশি লেবাননের শিয়া সম্প্রদায়ের কাছেও তিনি একজন ‘পিতৃস্থানীয়’ চরিত্র।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com