বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আ’লীগ করার সুফল ১৫ বছরে অবৈধ সম্পদের পাহাড়॥ হেনরী ও তার স্বামীর বিরুদ্ধে অবশেষে দুদকের ২ মামলা পরিবারের জিম্মায় মুক্ত হলেন সাংবাদিক মুন্নী সাহা যমুনা রেলওয়ে ব্রীজ: পরীক্ষামুলক ট্রেন চলাচল শুরু সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত সিরাজগঞ্জ পৌর আ’লীগের সহ-সভাপতি ফিলিপস কারাগারে এস আলমের সঙ্গে আর ব্যবসায়ে আগ্রহী নয় ব্যাংকগুলো, বন্ধ হয়ে গেছে তেল-চিনি কারখানা ঠিকাদারের খোঁজ নেই, ছয় বছরেও শেষ হয়নি ২২ কোটির আইটি প্রকল্পের কাজ নভেম্বরে ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয় কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ ছিল: হাইকোর্ট আগে সংস্কার, এরপর নির্বাচন: প্রধান উপদেষ্টা

৩ টি হত্যা, ১ অস্ত্র মামলায় হেনরী ও তার স্বামীকে আটক দেখানো হয়েছে

  • আপডেট সময় মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৪.৪৫ পিএম
  • ১৭৯ বার পড়া হয়েছে
সৌজন্যে-র‌্যাব

স্টাফ রিপোর্টার॥
মৌলভীবাজার জেলার সোনাপুর বর্ষিজোড়া এলাকা থেকে গ্রেপ্তার হওয়া সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের
সাবেক সংসদ সদস্য জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী শামীম তালুকদার লাবুর বিরুদ্ধে রয়েছে তিনটি
হত্যা ও একটি অস্ত্র মামলা। এই চারটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
গতকাল সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার
লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম. আবুল হাশেম সবুজ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে
সিরাজগঞ্জ শহরে যুবদল ও ছাত্রদলের তিন নেতাকর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় তাদের বিরুদ্ধে
মামলা দায়ের হয়। মামলার পর থেকে তারা পলাতক ছিলেন। পরে তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা শাখার
সহযোগিতায় র‌্যাব-১২ ও র‌্যাব-৯ এর যৌথ অভিযানিক দল মৌলভীবাজারের সোনাপুর এলাকার
দেলোয়ার হোসেন বাচ্চুর বাসায় অভিযান চালিয়ে এজাহারনামীয় পলাতক আসামি সাবেক এমপি হেনরী
ও তার স্বামী লাবু তালুকদার জেলা পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তার করে।

জান্নাত আরা হেনরী ও শামীম তালুকদার লাবু। ছবি : সংগৃহীত

জানা যায়, সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট সিরাজগঞ্জ শহরে বিএনপি ও
যুবদলের তিন নেতা-কর্মী নিহত হন। এ ঘটনায় এমপি জান্নাত আরা হেনরী ও তাঁর স্বামী জেলা
পরিষদের সাবেক চেয়ারম্যান শামীম তালুকদার লাবুসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৯ শতাধিক
নেতা-কর্মীকে আসামি করে তিনটি হত্যা মামলা দায়ের করা হয়। এ ঘটনায় নিহত জেলা যুবদলের
সহ-সভাপতি সোহানুর রহমান রঞ্জু শেখের স্ত্রী মৌসুমি খাতুন, সিরাজগঞ্জ পৌর এলাকার গয়লা বিএনপি
কর্মী নিহত আব্দুল লতিফের বোন সালেহা বেগম ও একই মহল্লার নিহত সুমন শেখের বাবা গঞ্জের আলী
শেখ বাদী হয়ে মামলা দায়ের করেন।
অপরদিকে লাইসেন্স করা অস্ত্র ও গুলি সরকারি নির্দেশ মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে জমা না দিয়ে
নিজ দখলে রেখে লুকানোর চেষ্টা করায় ৮ সেপ্টেম্বর জান্নাত আরা হেনরী ও স্বামী শামীম তালুকদারের
বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে পুলিশ। সিরাজগঞ্জ সদর থানার এসআই (নিরস্ত্র) কমল চন্দ্র বাদী
হয়ে মামলাটি দায়ের করেন। মোট চারটি মামলায় জান্নাত আরা হেনরী ও স্বামী শামীম তালুকদার
এজাহারভুক্ত আসামি।
এর আগে দুর্নীতি দমন কমিশন (দুদক) তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে জান্নাত আরা হেনরী, তার স্বামী শামীম তালুকদার ও মেয়ে মুনতাহা রিদায়ী
লামের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির আদেশ দেন আদালত।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, সাবেক এমপি ও
তার স্বামীকে গতকাল সোমবার মৌলভীবাজার থেকে গ্রেপ্তারের পরে সেখানকার থানা পুলিশের কাছে
হস্তান্তর করেছে র‌্যাব। তাদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় তিনটি হত্যা ও একটি অস্ত্র আইনে
মামলা রয়েছে।তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে,জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com