বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আ’লীগ করার সুফল ১৫ বছরে অবৈধ সম্পদের পাহাড়॥ হেনরী ও তার স্বামীর বিরুদ্ধে অবশেষে দুদকের ২ মামলা পরিবারের জিম্মায় মুক্ত হলেন সাংবাদিক মুন্নী সাহা যমুনা রেলওয়ে ব্রীজ: পরীক্ষামুলক ট্রেন চলাচল শুরু সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত সিরাজগঞ্জ পৌর আ’লীগের সহ-সভাপতি ফিলিপস কারাগারে এস আলমের সঙ্গে আর ব্যবসায়ে আগ্রহী নয় ব্যাংকগুলো, বন্ধ হয়ে গেছে তেল-চিনি কারখানা ঠিকাদারের খোঁজ নেই, ছয় বছরেও শেষ হয়নি ২২ কোটির আইটি প্রকল্পের কাজ নভেম্বরে ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয় কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ ছিল: হাইকোর্ট আগে সংস্কার, এরপর নির্বাচন: প্রধান উপদেষ্টা

৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের নিয়োগ দিয়ে যে কোনো সময় গেজেট

  • আপডেট সময় রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ১.৫৭ পিএম
  • ২৪ বার পড়া হয়েছে
প্রতিকী ছবি

টিডিএস ডেস্ক॥

৪৩তম বিসিএসে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্তদের নিয়োগ দিতে সব প্রক্রিয়া শেষ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। যে কোনো সময় এদের নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হবে।

২০২৩ সালের ২৬ ডিসেম্বর ৪৩তম বিসিএস উত্তীর্ণ ২ হাজার ৮০৫ জনকে নিয়োগের সুপারিশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে এবং ৬৪২ জনকে নন-ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়।

পিএসসির সুপারিশের প্রায় ৯ মাস পরেও নিয়োগ না পাওয়ায় হতাশা প্রকাশ করেন সুপারিশপ্রাপ্ত কয়েকজন। নাম প্রকাশে অনিচ্ছিুক একজন বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঢিলেমীর কারণে আমাদের নিয়োগে দেরি হচ্ছে। সব প্রক্রিয়া শেষ করে সুপারিশপ্রাপ্তদের দ্রুত নিয়োগ দিতে হবে।

গত ৮ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালী সরকারের অধীনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের গৃহীত কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদনে বলা হয়েছে, ৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত অনেক প্রার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য উপস্থিত হতে সন্ত্রাসীরা বাধা দিয়েছিল বলে অভিযোগ রয়েছে। ফলে যারা স্বাস্থ্য পরীক্ষায় উপস্থিত হতে পারেননি তাদের পুনরায় স্বাস্থ্য পরীক্ষা নিতে স্বাস্থ্য সেবা বিভাগকে অনুরোধ করেছে পিএসসি।

“এছাড়া ২৫৫ জন প্রার্থীর বিরুদ্ধে গোয়েন্দা প্রতিবেদনে প্রাপ্ত তথ্য পরিবর্তিত প্রেক্ষাপটে যাচাই-বাছাই হওয়া প্রয়োজন বিধায় তা পুনরায় তদন্তের জন্য স্পেশাল বাঞ্চে পাঠানো হয়েছে। স্বাস্থ্য পরীক্ষা এবং গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার পর তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।”

খোঁজ নিয়ে জানা যায়, ৪০তম এবং ৪১তম বিসিএসে পছন্দমতো ক্যাডার পাওয়ায় অনেকে ৪৩তম বিসিএসের স্বাস্থ্য পরীক্ষায় অংশ নেননি। রাজনৈতিক কারণেও কিছু প্রার্থী স্বাস্থ্য পরীক্ষায় অংশ নিতে পারেননি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের নব-নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেন শনিবার ডেইলি সানকে বলেন, স্বাস্থ্য পরীক্ষা এবং গোয়েন্দা প্রতিবেদন আমরা হাতে পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলেই ৪৩তম বিসিএসে সুপারিশপ্রাপ্তদের নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করা হবে।

৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে ৮০৩ জন, প্রশাসন ক্যাডারে ৩০০ জন, কর ক্যাডারে ১০১ জন, পুলিশে ১০০ জন, তথ্য ক্যাডারে ৪৩ জনসহ ২ হাজার ১৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করে পিএসসি।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একযোগে সবাইকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশের পর ক্যাডার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগ দেবেন তারা। এরপর সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে তাদের পদায়ন করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com