স্টাফ রিপোর্টার॥
‘বই পড়ি, আলোকিত সমাজ গড়ি’ স্লোগান নিয়ে সিরাজগঞ্জ পৌর শহরে প্রতিষ্ঠিত বিদ্যাকোষ আদর্শ পাঠাগারের বার্ষিক সাধারণ সভা ও ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় পাঠাগার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় উপস্থিত সদস্যদের কন্ঠভোটে আগামী তিন বছরের জন্য নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে।
সভার কাউন্সিল অধিবেশনে বিদ্যাকোষ আদর্শ পাঠাগারের উপদেষ্টা এ্যাডভোকেট মাহবুব-এ-খোদা টুটুল এবং কবি ও মুক্তিযুদ্ধ গবেষক যাহিদ সুবহান নির্বাচনী কার্যক্রম পরিচালনা করেন। এতে ২০২৪-২০২৭ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদে পুনরায় সভাপতি নির্বাচিত হন এম এ মতিন সজীব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন নুর মোক্তার হোসেন ।
কার্যনিবার্হী পরিষদের নবনির্বাচিত অন্যরা হলেন সহ সভাপতি-১ মো: রুবেল সেখ, সহ সভাপতি-২ মো: সালাহউদ্দিন সালাম, কোষাধ্যক্ষ মো: কামরুজ্জামান মামুন, যুগ্ন সাধারণ সম্পাদক আবু সাঈদ পাপ্পু, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন জুয়েল, ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক মো: আলম সেখ, তথ্য-প্রযুক্তি ও প্রচার সম্পাদক আমিনুল ইসলাম তুষার, আইন বিষয়ক সম্পাদক রিয়াদ রাশেদীন তালুকদার সৌরভ, দপ্তর ও পাঠাগার বিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান, কার্যকরী সদস্য-১ মো: সাইফুর রহমান, কার্যকরী সদস্য-২ বিজয় হোসেন আলহাজ্ব, কার্যকরী সদস্য-৩ মাহমুদুল হাসান সেতু, কার্যকরী সদস্য-৪ রুহুল আমিন মুসা, কার্যকরী সদস্য-৫ আমান উল্লাহ আমান, কার্যকরী সদস্য-৬ মো: হামিদুল ইসলাম। নির্বাচন প্রক্রিয়া শেষে পাঠাগারের গঠনতন্ত্র মোতাবেক নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান পাঠাগারের উপদেষ্টা এ্যাডভোকেট মাহবুব-এ-খোদা টুটুল।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াত এর মাধ্যামে শুরু হওয়া বার্ষিক সাধারণ সভার ১ম অধিবেশন বিদায়ী কমিটির সভাপতি এম এ মতিন সজীব এর সভাপতিত্বে এবং উপদেষ্টা যাহিদ সুবহান এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বিগত বছরের সাংগঠনিক রিপোর্ট, আর্থিক বিবরণী এবং শোক প্রস্তাব পেশ করেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক নুর মোক্তার হোসেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রসূন থিয়েটার এর সাধারণ সম্পাদক সুমন রাজ সরকার, শব্দ শৈলীর প্রতিষ্ঠাতা হুমায়ূন কবির আফ্রিদি, মো: মামুন সেখ, রশিদুল ইসলাম, মোঃ তুষার প্রমুখ।