স্টাফ রিপোর্টার॥
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বুড়ি পোতাজিয়া মৌজায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের জন্য নির্ধারিত জমিতে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার (১৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন এবং উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেন।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে একটি স্মারকলিপি জমা দেন এবং শাহজাদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শিক্ষার্থীদের অভিযোগ, শুরু থেকেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। সম্প্রতি কিছু অসাধু চক্র পরিকল্পিতভাবে বালু উত্তোলনের মাধ্যমে এ প্রকল্পে বাধা সৃষ্টি করার চেষ্টা করছে।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা না হলে এবং জড়িতদের গ্রেপ্তার করা না হলে তারা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও উপজেলা প্রশাসনকে অবহিত করেছে এবং শাহজাদপুর থানায় পৃথকভাবে একটি সাধারণ ডায়েরি করেছে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা শাহ আলী বলেন, শুরু থেকেই স্থায়ী ক্যাম্পাস নিয়ে নানা ষড়যন্ত্র চলছিল। এখন নির্ধারিত জায়গায় বালু উত্তোলনের মাধ্যমে আবারও ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা প্রশাসনের সহায়তা চেয়েছি।
শাহজাদপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামান বলেন, এসিল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) অভিযান চালিয়ে বালু উত্তোলনের সঙ্গে জড়িত দুইজনকে আটক করেছেন এবং তাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বালু উত্তোলনে ব্যবহৃত যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।
উল্লেখ্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। গত ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বর্জনের মাধ্যমে আন্দোলনের সূচনা হয়। এরপর থেকে মানববন্ধন, প্রতীকী ক্লাস, সাংস্কৃতিক অনুষ্ঠান, মহাসড়ক ও রেলপথ অবরোধসহ নানা কর্মসূচি পালন করা হয়।
সবশেষ গত ১৭ আগস্ট, শাহজাদপুর উপজেলার বুড়ি পোতাজিয়া এলাকায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) একনেক সভায় অনুমোদন পায়।