তথ্যপ্রযুক্তি ডেস্ক:
আইফোন ১৪ সিরিজ হাতে পেয়ে খুশিতে আটখানা অনেকেই! তবে সেই খুশি খুব বেশি সময় স্থায়ী হলো না! নতুন ‘আইফোন ১৪ প্রো’ বা ‘প্রো ম্যাক্স’ কিনেই ক্যামেরায় এক ‘অদ্ভুত’ সমস্যায় পড়ছেন অনেকে।
উন্মোচনের দুই সপ্তাহ না পেরোতেই ব্যবহারকারীদের অভিযোগ, সাধারণভাবে ব্যবহারের সময় ক্যামেরা নড়ে যায় এবং ইনস্টাগ্রাম, টিকটকসহ অন্যান্য প্লাটফর্মে ব্যবহারের সময় অদ্ভুত শব্দ হতে থাকে। ‘অস্বাভাবিক’ এক কম্পন লক্ষ্য করা গেছে বেশ কিছু ফোনের লেন্সে।
ভার্জ প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, অ্যাপলের আইফো ১৪ প্রো ও প্রো ম্যাক্সে গুরুতর কিছু সমস্যা রয়েছে। ব্যবহারকারীরা দুটি সমস্যার কথা প্রকাশ করেছে। ব্যবহারকারী টুইটারে তাদের ১ হাজার ডলার স্মার্টফোনের উদ্ভট ক্যামেরা পারফরম্যান্সের বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছে।
প্রথমত, প্রিমিয়াম ক্যাটাগরির স্মার্টফোনগুলোর ক্যামেরা লেন্স অস্বাভাবিকভাবে কাঁপতে থাকে। গাড়িতে চলার সময় যেমনটা হাত কেঁপে থাকে ঠিক তেমনি। যে কারণে ছবি ও ভিডিও অত্যন্ত ঘোলা হয়। পরের সমস্যাটি খুব বড় না হলেও ভবিষ্যতের জন্য মারাত্মক। লেন্স থেকে এক ধরনের ‘বিকট’ শব্দ আসছে, যা আসলে ভয় পাওয়ার মতোই।
প্রশ্ন যেহেতু হাজার ডলার বা তার চেয়ে বেশি দামের ডিভাইস নিয়ে, সমস্যাটিকে ‘কিছুটা ভীতিকর’ মনে হতেই পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে ভার্জ।