এফবিডি ডেস্ক॥
বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীসহ অংশীজনদের দাবির মুখে আয়কর রিটার্ন জমার সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।
আয়কর রিটার্ন জমার সময় এক মাস বাড়ানো হচ্ছে। এতে করে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত জমা দেয়া যাবে রিটার্ন।
বিষয়টি জানিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সদস্য বলেন, বুধবার বিকেলে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে।
তিনি জানান, বৈশ্বিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকটের পরিপ্রেক্ষিতে ব্যবসায়ীসহ অংশীজনদের দাবির মুখে সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এনবিআর।
ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর রিটার্ন জমার সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
এ সিদ্ধান্তের ফলে ৩১ ডিসেম্বর পর্যন্ত করদাতারা তাদের রিটার্ন জমা দিতে পারবেন।
এনবিআর বৃহস্পতিবার দুপুরে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
এতে বলা হয়, ‘বিদ্যমান আয়কর আইন অনুযায়ী ব্যক্তিশ্রেণির করদাতার ২০২২-২৩ করবর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা ৩০ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হলো।’
এনবিআর বলেছে, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইসহ সংশ্লিষ্ট অংশীজনদের দাবির পরিপ্রেক্ষিতে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে সময় বাড়ানো হয়েছে।
এর আগে এনবিআরের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম সময় বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণা দেন।
তিনি বলেন, ‘করদাতাদের সুবিধার্থে ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়ানো হলো। এরপর আর সুযোগ দেয়া হবে না।’
গত বছর ২৫ লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছেন। এবারের বাজেটে ৩৯ ধরনের সেবা নিতে আয়কর রিটার্নের সঙ্গে প্রমাণপত্র দেখানো বাধ্যতামূলক করা হয়েছে।