বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আ’লীগ করার সুফল ১৫ বছরে অবৈধ সম্পদের পাহাড়॥ হেনরী ও তার স্বামীর বিরুদ্ধে অবশেষে দুদকের ২ মামলা পরিবারের জিম্মায় মুক্ত হলেন সাংবাদিক মুন্নী সাহা যমুনা রেলওয়ে ব্রীজ: পরীক্ষামুলক ট্রেন চলাচল শুরু সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত সিরাজগঞ্জ পৌর আ’লীগের সহ-সভাপতি ফিলিপস কারাগারে এস আলমের সঙ্গে আর ব্যবসায়ে আগ্রহী নয় ব্যাংকগুলো, বন্ধ হয়ে গেছে তেল-চিনি কারখানা ঠিকাদারের খোঁজ নেই, ছয় বছরেও শেষ হয়নি ২২ কোটির আইটি প্রকল্পের কাজ নভেম্বরে ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয় কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ ছিল: হাইকোর্ট আগে সংস্কার, এরপর নির্বাচন: প্রধান উপদেষ্টা

আর্জেন্টিনাকে রুখতে সৌদি আরবকে সাহস জোগাচ্ছে পরিসংখ্যান

  • আপডেট সময় মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২, ৯.০৫ এএম
  • ৩৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার॥

টুর্নামেন্টের হট ফেভারিট আর্জেন্টিনা আজ মাঠে নামছে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আজ সৌদি আরব।

জয় দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরুটা রাঙাতে চায় আলবিসেলেস্তেরা। পরিসংখ্যান তাদের জুগিয়েছে যাচ্ছে আত্মবিশ্বাস। সৌদি আরবের বিপক্ষে মাঠের লড়াইয়ে এর আগে কখনও হারের তেতো স্বাদ হজম করেনি আর্জেন্টিনা।

বিশ্বকাপের বাইরে এখন পর্যন্ত চারবার একে অপরের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা ও সৌদি আরব। তার মধ্যে মাঝের দুই ম্যাচেই (৩-১ ও ২-০ ব্যবধানে) জয় ছিনিয়ে নিয়েছে লিওনেল মেসিরা।

বাকি দুটি ছিল অমীমাংসিত। দুদলের প্রথম দেখায় ছিল ২-২ গোলের সমতা। সবশেষ ২০১২ সালের প্রীতি ম্যাচটি হয় গোলশূন্য ড্র। এই তথ্যই আর্জেন্টিনাকে রুখতে বুক চিতিয়ে লড়াই করার জন্য সাহস জুগিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দল সৌদি আরবকে।

বিশ্বকাপের মতো বৈশ্বিক আসরে প্রথমবারের মতো দেখা হতে যাচ্ছে আর্জেন্টিনা-সৌদি আরবের মধ্যে।

২০১৮ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক রাশিয়ার কাছে ৫-০ গোলে হার মেনেছিল সৌদি আরব। পরে উরুগুয়ের কাছে ১-০ গোলে পরাস্ত হয় তারা। আর গ্রুপের শেষ ম্যাচে মিশরের বিপক্ষে ২-১ গোলের জয় পায় সৌদি।

অন্যদিকে ২০১৮ রাশিয়া বিশ্বকাপে আইসল্যান্ডের সঙ্গে ড্র করলেও ক্রোয়েশিয়ার কাছে হেরে যায় আর্জেন্টিনা। পরে নাইজেরিয়াকে হারিয়ে নকআউট পর্বে পা রাখে মেসির দল।

তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে ৪-৩ গোলে হেরে শেষ ষোল থেকে ছিটকে যায় আর্জেন্টিনা।

দোহার লুসাইল স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৪টায়  মাঠের লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও সৌদি আরব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com