মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৯:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সিরাজগ‌ঞ্জে শিশুদের জন্য আধুনিক শিশুপার্ক নির্মাণ সম‌য়ের দা‌বি-মির্জা মোস্তফা জামান যমুনা নদীর ভাঙনরোধে ক্রসবার নির্মাণের দাবিতে মানববন্ধন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে প্রকৃতি ও পরিবেশবান্ধব শিক্ষাঙ্গণ হিসেবে গড়ে তুলতে হবে: পরিবেশ উপদেষ্টা চলনবিলের কৃষকদের স্বপ্ন এখন পানির নিচে যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৫২ হাজার গাড়ি পারাপার: টোল আদায় ৩ কোটি ৪৮ লাখ সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত, আহত তিন সিরাজগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী পালিত দুই ফুট বাঁধই ভরসা, আতঙ্কে নিদ্রাহীন রাত কাটে খুলনা উপকূলবাসীর খুলনা অঞ্চলের ভরত ভায়না দেউল হতে পারে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র খুলনায় সড়ক বিভাগের বাধায় বন্ধ কেসিসির ৭ মোড়ের সৌন্দর্যবর্ধনের কাজ

আলভেজের যত ভয় মেসিকে নিয়েই

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৯.১২ এএম

এফবিডি ডেস্ক॥

আর্জেন্টিনার পর কোয়ার্টার ফাইনালে উঠে গেছে লাতিন ফুটবলের আরেক পরাশক্তি ব্রাজিলও। এখন তো ফুটবল বিশ্ব বিশ্বকাপে আরেকটি সুপার ক্ল্যাসিকো দেখার অপেক্ষার প্রহর গুনছে। কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ নেদারল্যান্ডস আর ব্রাজিল খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। দুটি ম্যাচই আগামী শুক্রবার। লাতিন দুই পরাশক্তি যার যার ম্যাচ জিতলে দুই দলের দেখা হয়ে যাবে সেমিফাইনালে।

শেষ পর্যন্ত যদি সেটাই হয়, ব্রাজিল দলকে সামলাতে হবে সময়ের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে। আর এই বিশ্বকাপে মেসি যেমন ছন্দে আছেন, ব্রাজিলের ডিফেন্ডারদের শিড়দাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত নেমে যাওয়ারই কথা। সেমিফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে সম্ভাব্য লড়াই নিয়ে কি ভাবছেন মার্কিনিওস, দানিলো, এদের মিলিতাও, থিয়াগো সিলভা, দানি আলভেজরা?

গতকাল দক্ষিণ কোরিয়াকে ৪১ গোলে উড়িয়ে দিয়ে শেষ আটে ওঠা ব্রাজিলের বর্ষীয়ান ডিফেন্ডার আলভেজ কাল মিক্সড জোনে আর্জেন্টিনার বিপক্ষে সম্ভাব সেমিফাইনাল নিয়ে কথা বলেছেন। সেখানে তিনি বার্সেলোনায় তাঁর সাবেক সতীর্থ মেসিকে ভাসিয়েছেন প্রশংসায়, ‘এখন তো আর্জেন্টিনা মানেই মেসি। সবকিছু তার মাধ্যমেই হয়। সবকিছু তার পা দিয়েই হয়।’

মসির প্রশংসা করতে গিয়ে এখানেই থামেননি আলভেজ। কাতার বিশ্বকাপে মেসির দুর্দান্ত ছন্দে থাকার বিষয়টি টেনে এনে আলভেজ বলেছেন, ‘আমি মনে করি, সে দুর্দান্ত ছন্দে আছে। কোনো সন্দেহ ছাড়াই সে এই প্রতিযোগিতায় অন্যতম ভয় পাওয়ার মতো খেলোয়াড়।’

আপাতত অবশ্য আর্জেন্টিনা বা মেসিকে নিয়ে ভাবছে না ব্রাজিল। তাদের চোখ এখন শুধুই ক্রোয়েশিয়া ম্যাচে। আলভেজ বলেছেন, ‘এখানে আমরা তো আর প্রতিপক্ষ বেছে নিতে পারব না। সামনে যে দলই পড়ুক, নিজেদের লক্ষ্য অর্জনে সর্বস্ব দিয়ে খেলব। আমরা এখন সেমিফাইনাল নিয়ে ভাবছি না। কারণ, এখন আমরা কোয়ার্টার ফাইনালে।’

তাহলে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ ক্রোয়েশিয়াকে নিয়ে কী ভাবছেন আলভেজ, ‘ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে মনোযোগ দিতে হবে আমাদের। দলটিতে মানসম্পন্ন অনেক খেলোয়াড় আছে। তাদের বিপক্ষে আমাদের ১১০ শতাংশ মনোযোগ দিতে হবে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com