রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১৫ পুলিশ হত্যা : সাবেক মন্ত্রীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি মুঠোফোনে কথা বলা, রেস্তোরাঁ, পোশাকে ভ্যাট কমানোর আদেশ জারি আদালতে এসে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ‘১৩ বছর বয়স থেকে প্রেমের প্রস্তাব পাচ্ছি’ চাঁদা না দেয়ায় সাতক্ষীরায় বিএনপি নেতাকে কোপানোর অভিযোগ মালয়েশিয়া যেতে না পেরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই: সারজিস আলম ট্রাম্পের নির্বাহী আদেশে আতঙ্কে নথিপত্রহীন বাংলাদেশিরা, নিউইয়র্কে গ্রেপ্তার ৪ ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন মামুন চকরিয়ায় সেনা কর্মকর্তা হত্যা॥ তিনজন মিলে একাধিকবার ছুরিকাঘাত, বুলেটপ্রুফ জ্যাকেট পরেও রক্ষা পাননি তানজিম

আলোচিত এই ১০ দক্ষিণি ছবি দেখেছেন কি

  • আপডেট সময় শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪, ১.২৬ পিএম
  • ২৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক


‘মহারাজা’
গত জুলাইয়ে নেটফ্লিক্সে মুক্তির পর থেকেই দর্শক-সমালোচকদের প্রশংসায় ভেসেছে নিথিলান স্বামীনাথন পরিচালিত সিনেমাটি। গত ১৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পায় মাত্র ২০ কোটি রুপি বাজেটের এই ছবি। মাত্র এক মাসেই আয় করে ১১৩ কোটি রুপি। এই তামিল সিনেমায় অভিনয় করেছেন বিজয় সেতুপতি, অনুরাগ কশ্যপ, মমতা মোহনদাস প্রমুখ।

মুক্তির পর সমালোচকেরা স্বামীনাথনের চিত্রনাট্য ও পরিচালনা, বিজয় সেতুপতির অভিনয় আর সম্পাদনার প্রশংসা করেছেন। ‘মহারাজা’ বিজয় সেতুপতির ক্যারিয়ারের ৫০তম সিনেমা। তিনি ক্যারিয়ারের এই মাইলফলক স্পর্শ করলেন মনে রাখার মতো একটা সিনেমা দিয়ে।

‘কল্কি ২৮৯৮ এডি’
গত ২৭ জুন মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছিল নাগ আশ্বিনের ডিস্টোপিয়ান সাই-ফাই ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’। প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন ও কমল হাসান অভিনীত এই ছবি নিয়ে দর্শকের ব্যাপক আগ্রহ ছিল।

ছবিতে প্রভাসকে ভৈরব নামের একটি চরিত্রে অভিনয় করতে দেখা যায়, দীপিকাকে ‘এসইউ-এম৮০’ ওরফে সুমতি নামের এক অন্তঃসত্ত্বা নারীর ভূমিকায় দেখা গেছে। অমিতাভ অশ্বত্থামার চরিত্রে ও কমল হাসানকে দেখা গেছে সুপ্রিম ইয়াসকিনের চরিত্রে। ছবিটিতে আছেন বাঙালি অভিনেতা শাশ্বত চ্যাটার্জি। এ ছাড়া ম্রুণাল ঠাকুর, দুলকার সালমানসহ অনেক তারকাই এ ছবিতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন।

‘মানজুমেল বয়েজ’
চিদাম্বরম পরিচালিত এ মালয়ালম ছবিটি মাত্র ২০ কোটি বাজেটে তৈরি হয়, বক্স অফিসে আয় করে প্রায় ২৮০ কোটি! মানজুমেল শহর থেকে কোড়াইকানালে ছুটি কাটাতে যায় একদল তরুণ। তখন তাদের মধ্যে একজন গুনা গুহায় আটকা পড়ে; গল্প মোড় নেয় অন্যদিকে।

সত্য ঘটনা অবলম্বনে নির্মিত এ সিনেমার আবেগ ছুঁয়ে গেছে দর্শককে, সে জন্যই বন্ধুত্ব নিয়ে নির্মিত ছবিটি এতটা সাফল্য পেয়েছে। আলোচিত এ ছবিতে অভিনয় করেছেন সৌবিন শাহির, শ্রীনাথ ভাসি, বালু ভার্গিস, গণপতি এস পোডুভাল প্রমুখ।

‘দ্য গোট লাইফ’
গত ২৮ মার্চ মুক্তি পায় দক্ষিণের সিনেমা ‘দ্য গোট লাইফ’। মুক্তির পরই সিনেমাটি আলোচনায় আসে। বক্স অফিসেও আয়ে জায়গা করে নেয়। প্রশংসিত হচ্ছে ভক্তদের কাছে। নাজিবেরা দুই ভাই ভাগ্য পরিবর্তনের জন্য মধ্যপ্রাচ্যে যায়। এখানেই ঘটনাচক্রে মরুভূমিতে জায়গা হয়। সেখানে দাস হতে হয় নাজিবকে। অর্ধাহারে থাকতে হয়।

ছাগলের সঙ্গেই থাকতে হয়। কারণ, এই মরুভূমি থেকে পালানোর কোনো পথ নেই। এমন গল্প নিয়ে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন সাচি। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন পৃথ্বীরাজ। এ মালয়ালম সিনেমায় অভিনয়ের জন্য ৩১ কেজি ওজন কমাতে হয়েছিল পৃথ্বীরাজকে। এ জন্য এই অভিনেতাকে শারীরিক নানা রকম পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয়। এর মধ্যে কোভিডের জন্য শুটিং বন্ধ থাকে।

‘আভেশাম’
জিতু মহাদেবান পরিচালিত এই অ্যাকশন–কমেডি সিনেমায় ফাহাদ ফাসিলকে দেখা যায় একেবারেই ভিন্নরূপে, এক গ্যাংস্টারের রূপে হাজির হন এই মালয়ালম তারকা।

ছবিটি প্রশংসিত হয় এর দুর্দান্ত চিত্রনাট্য, হাস্যরস আর সম্পাদনার কারণে। ৩০ কোটি বাজেটের ছবিটি বক্স অফিসে দেড় শ কোটি ব্যবসাও করেছিল।

‘প্রেমালু’
গত ৯ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তির পর আলোচনায় আসে এই মালয়ালম রোমান্টিক ছবিটি। এ সময়ের তরুণদের সম্পর্ক ও সম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত এ সিনেমাটির পরিচালক গিরিশ এডি। রোমান্টিক সিনেমাটির বাজেট ছিল মাত্র ৯ কোটি রুপি। সেই সিনেমার আয় দেখতে দেখতে ১৩৬ কোটি রুপির বেশি।

সাদামাটা একটি গল্প হলেও মালয়ালম শিক্ষার্থীদের হৃদয় ছুঁয়ে গেছে রোমান্টিক গল্পটি। বেশির ভাগ তরুণ দর্শকই সিনেমার সঙ্গে নিজেদের যুক্ত করতে পেরেছেন।

‘আরানমানাই ৪’
হালকা মেজাজের এই কমেডি-হরর সিনেমাটিও চলতি বছর আলোচিত হয়েছে। এটি ‘আরনমানাই’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ কিস্তি। সুন্দর সি পরিচালিত এই সিনেমায় অভিনয় করেছেন রাশি খান্না, তামান্না ভাটিয়া, সন্তোষ প্রতাপ। ৪০ কোটি রুপির এ ছবিটিও বক্স অফিসে ১০০ কোটি আয় করে।

‘ভারশানগালক্কু শিশাম’
সিনেমার নামের অর্থ ‘অনেক বছর পর’। নাম শুনেই একটা নস্টালজিয়া যোগের গন্ধ পাওয়া যায়। কমেডি এই ড্রামা ঘরানার মালয়ালম সিনেমাটিও চলতি বছর অনেক দর্শক দেখেছেন। দুই ভিন্ন সময়ে দুই বন্ধুর গল্প নিয়ে এগিয়েছে সিনেমাটি। প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন প্রণব মোহনলাল, নিভিন পাউলি ও ধ্যান শ্রীনিবাসন।

‘ক্যাপ্টেন মিলার’
‘ক্যাপ্টেন মিলার’ সিনেমাটি তৈরি হয়েছে দেশভাগের আগের সময়ের গল্পে, যখন এ উপমহাদেশে ব্রিটিশরা রাজত্ব করছিল। একটি গ্রাম ধ্বংস করে খননকাজ চালাতে চায় ব্রিটিশ সেনারা। রুখে দাঁড়ায় গ্রামবাসী। তাদের নেতৃত্বে ক্যাপ্টেন মিলার, ব্রিটিশরা যাকে দুর্ধর্ষ ডাকাত বলে জানে।

অরুণ মাথেশ্বরান পরিচালিত এ সিনেমায় ধানুশ ছাড়াও আছেন প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, সন্দীপ কিশান প্রমুখ। চলতি বছরের অন্যতম ব্যবসাসফল তামিল সিনেমা এটি। অনেক সমালোচক মনে করেন, এ সিনেমাটিতে ক্যারিয়ারের সেরা অভিনয় করেছেন ধানুশ।

‘ভ্রমযুগম’
ছবির গল্প দুই বন্ধুকে নিয়ে। ঘটনাচক্রে একজন হাজির হয় জঙ্গল লাগোয়া এক প্রসাদে। সেখানে গিয়ে কী হয়, তা নিয়েই এগিয়েছে সিনেমাটি। স্থানীয় লোকগাথার মাধ্যমে জাগতিক নানা বিষয়ে বার্তা দিতে চেয়েছেন নির্মাতা। চলতি বছরের অন্যতম আলোচিত মালয়ালম সিনেমাটি এটি।

রাহুল সদাশিবন পরিচালিত এ ছবিটি দুর্দান্ত চিত্রনাট্য আর নির্মাণের জন্য সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছে। মামুত্তি ছাড়াও এ ছবিতে দেখা গেছে সিদ্ধার্থ ভারতন, অমালদা লিজ ও অর্জুন অশোকনকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com