অনলাইন ডেস্ক॥
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রকাশিত গবেষণাপত্র ‘দ্য ইকোনমিক ইন্টেলিজেন্স বাংলাদেশ’ (ইআইবি)-এর পঞ্চম সংখ্যা প্রকাশিত হয়েছে- যেখানে বাংলাদেশের অর্থনীতির সুরক্ষায় দ্রুত ১০টি পদক্ষেপ গ্রহণ করার তাগিদ দেওয়া হয়েছে।
থিংক ট্যাংক ডাটাসেন্সের সাথে মিলে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের গবেষণা দল এই গবেষণাপত্রটি প্রকাশের কাজ সম্পন্ন করেছে।
ছাত্র-জনতার নেতৃত্বে আন্দোলনের পরবর্তী এই সময়ে অর্থনীতিকে স্থিতিশীল করতে অন্তর্বতীকালীন সরকারের তাৎক্ষণিক অগ্রাধিকার কী হতে পারে- সেটি এই সংখ্যায় তুলে ধরা হয়েছে।
৮ আগস্ট গঠিত এই সরকার ইতোমধ্যে ছয়টি কমিশন গঠন করেছে যার তিনটিই গঠিত হয়েছে অর্থনৈতিক ইস্যু সমাধানের জন্য। এর পাশাপাশি গঠিত হয়েছে শ্বেতপত্র প্রকাশ কমিটি।
উন্নয়ন ব্যয়ের লাগাম টেনে ধরার জন্য কম গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোকে চিহ্নিত করতেও পদক্ষেপ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগের দৃশ্যমান প্রভাবও মুদ্রা বাজারে স্পষ্ট হয়েছে।
ইআইবি-এর পঞ্চম ইস্যুতে ১০টি মূল বিষয় তুলে ধরা হয়েছে। অর্থনীতিকে আবার সঠিক পথে ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারকে জরুরিভাবে এগুলো নিয়ে কাজ করতে হবে।
অগ্রাধিকারের মধ্যে রয়েছে- সরকারি ব্যয় নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন, দুর্নীতি ও অর্থ পাচার নিয়ন্ত্রণ, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাতের সংস্কার, কর ব্যবস্থায় সংস্কার, দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামো পুনর্বিবেচনা, তথ্য অধিকার সংক্রান্ত আইনের সংস্কার, গ্যাস ও বিদ্যুতের দাম কমানো এবং মানসম্পন্ন কর্মসংস্থানের জন্য মানবসম্পদকে শক্তিশালী করা।
এই সংখ্যা প্রকাশের অংশ হিসেবে গত সপ্তাহের শুরুতে একটি বিশেষ সমীক্ষা প্রকাশিত হয়েছিল। এতে অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় মূল সংস্কারগুলো চিহ্নিত করতে নেতৃস্থানীয় অর্থনীতিবিদ এবং শিক্ষাবিদদের মতামত নেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। সূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড