রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:১০ অপরাহ্ন

উপজেলা নির্বাচন শুরু হচ্ছে ৩০ এপ্রিলের মধ্যে

  • আপডেট সময় সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪, ৪.৫৭ পিএম
  • ২৩ বার পড়া হয়েছে
ছবি: সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট॥

নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেছেন, উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন এপ্রিল মাসের ৩০ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে ইসি আনিছুর রহমান এ কথা বলেন।

এ সময় নির্বাচন কমিশনার আনিছুর রহমান বলেন, জাতীয় সংসদ নির্বাচনের পর ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন এপ্রিল মাসের ৩০ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। চার থেকে পাঁচ ধাপে এ নির্বাচন হবে। এছাড়া ময়মনসিংহ সিটিতে ভোটগ্রহণ হবে আগামী ৯ মার্চ। ভোট হবে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। পূর্ণাঙ্গ তফসিল পরে দেওয়া হবে।

ইসি আনিছুর আরো জানান, আগামী ৯ মার্চ কুমিল্লা সিটির উপনির্বাচনও অনুষ্ঠিত হবে। এছাড়া সংরক্ষিত আসনের তফসিল শিগগিরই ঘোষণা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com