জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৪৫ হাজার ৯১১ শিক্ষার্থী
টিডিএস ডেস্ক॥
এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার ৭৭ দশমিক ৭৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১লাখ ৪৫ হাজার ৯১১ জন।
গত বছর এই পরীক্ষায় ৭৮ দশমিক ৬৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। সেই হিসেবে এবার পাসের হার কমেছে দশমিক ০.৮৬ শতাংশ পয়েন্ট। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৫৩ হাজার ৩১৬ জন। গত বছর এইচএসসিতে ৯২ হাজার ৫৯৫ জন জিপিএ-৫ পেয়েছিলো।
ঢাকা শিক্ষাবোর্ডের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ঢাকা বোর্ডের চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকার এসব তথ্য তুলে ধরেন।
তপন কুমার সরকার জানান, এইচএসসিতে নয়টি সাধারণ বোর্ডে এবার ৭৫. ৫৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৯৩ দশমিক ৪০ শতাংশ এবং কারিগরি বোর্ডের ৮৮ দশমিক ০৯ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
এবার ভিন্ন আঙ্গিকে ফল প্রকাশ করা হয়েছে। আগের বছরগুলোতে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান গণভবনে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের সারসংক্ষেপ তুলে দিতেন। সেখান থেকে প্রধানমন্ত্রী ফল প্রকাশের ঘোষণা দিতেন। এরপর শিক্ষামন্ত্রী আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট অথবা সচিবালয় থেকে এইচএসসির ফলাফল বিস্তারিতভাবে গণমাধ্যমের সামনে তুলে ধরতেন। এতে করে করে অনেক সময় ফল প্রকাশে দেরি হতো। তবে এবার তা করা হয়নি। ঠিক বেলা ১১টায় সব বোর্ডের ওয়েবসাইটে একযোগে ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা স্ব স্ব কলেজ, এসএমএস ও ওয়েবসাইটে গিয়ে রোলন নম্বর দিয়ে লগ ইন করেও ফল জানতে পারছেন।
গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এতে পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী সাতটি পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সব পরীক্ষা বাতিল করে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফল প্রকাশের সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী মঙ্গলবার ফল প্রকাশ করা হলো।