এফবিডি ডেস্ক॥
কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ৮ দল চূড়ান্ত হয়ে গেছে। নকআউট পর্বে প্রথম ম্যাচ জিতে শেষ আটে জায়গা করেনিয়েছে নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড, মরক্কো ও পর্তুগাল।
কোয়ার্টার ফাইনালে কে, কার বিরুদ্ধে, কবে খেলবেন?
বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও ব্রাজিল। নকআউট পর্বে জাপানকে হারিয়েছে ক্রোয়েশিয়া। অন্যদিকে, ব্রাজিল হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে। আগামী শুক্রবার (৯ ডিসেম্বর) কোয়ার্টার ফাইনাল খেলবে ক্রোয়েশিয়া ও ব্রাজিল। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। নকআউট পর্বে আর্জেন্টিনা হারিয়েছে অস্ট্রেলিয়াকে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে হারিয়েছে নেদারল্যান্ডস। আগামী শুক্রবার খেলবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মরক্কো ও পর্তুগাল। নকআউট পর্বে স্পেনকে টাইব্রেকারে হারিয়েছে মরক্কো। অন্যদিকে, পর্তুগাল হারিয়েছে সুইজ়ারল্যান্ডকে। আগামী শনিবার (১০ ডিসেম্বর) মরক্কোর বিপক্ষে খেলকে পর্তুগাল। কাতারের আল থুমামা স্টেডিয়ামে খেলবে এ দুই দল। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে এই ম্যাচ।
ইংল্যান্ড ও ফ্রান্স মুখোমুখি হবে চতুর্থ কোয়ার্টার ফাইনালে। নকআউট পর্বে ইংল্যান্ড হারিয়েছে সেনেগালকে। অন্যদিকে, পোল্যান্ডকে হারিয়েছে ফ্রান্স। আগামী শনিবার (১০ ডিসেম্বর) ইংল্যান্ড কেলবে ফ্রান্সের বিপক্ষে। কাতারের আল বায়েত স্টেডিয়ামে খেলবে এ দুই দল। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে হাই ভোল্টেজ এই ম্যাচটি।