বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১০:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আ’লীগ করার সুফল ১৫ বছরে অবৈধ সম্পদের পাহাড়॥ হেনরী ও তার স্বামীর বিরুদ্ধে অবশেষে দুদকের ২ মামলা পরিবারের জিম্মায় মুক্ত হলেন সাংবাদিক মুন্নী সাহা যমুনা রেলওয়ে ব্রীজ: পরীক্ষামুলক ট্রেন চলাচল শুরু সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত সিরাজগঞ্জ পৌর আ’লীগের সহ-সভাপতি ফিলিপস কারাগারে এস আলমের সঙ্গে আর ব্যবসায়ে আগ্রহী নয় ব্যাংকগুলো, বন্ধ হয়ে গেছে তেল-চিনি কারখানা ঠিকাদারের খোঁজ নেই, ছয় বছরেও শেষ হয়নি ২২ কোটির আইটি প্রকল্পের কাজ নভেম্বরে ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয় কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ ছিল: হাইকোর্ট আগে সংস্কার, এরপর নির্বাচন: প্রধান উপদেষ্টা

কে কবে কার বিরুদ্ধে খেলবে কোয়ার্টার ফাইনালে

  • আপডেট সময় বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২, ৯.৩৮ এএম
  • ৩১ বার পড়া হয়েছে

এফবিডি ডেস্ক॥

কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ৮ দল চূড়ান্ত হয়ে গেছে। নকআউট পর্বে প্রথম ম্যাচ জিতে শেষ আটে জায়গা করেনিয়েছে নেদারল্যান্ডস, আর্জেন্টিনা, ক্রোয়েশিয়া, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড, মরক্কো ও পর্তুগাল।

কোয়ার্টার ফাইনালে কে, কার বিরুদ্ধে, কবে খেলবেন?

বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ক্রোয়েশিয়া ও ব্রাজিল। নকআউট পর্বে জাপানকে হারিয়েছে ক্রোয়েশিয়া। অন্যদিকে, ব্রাজিল হারিয়েছে দক্ষিণ কোরিয়াকে। আগামী শুক্রবার (৯ ডিসেম্বর) কোয়ার্টার ফাইনাল খেলবে ক্রোয়েশিয়া ও ব্রাজিল। কাতারের এডুকেশন সিটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি।

দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। নকআউট পর্বে আর্জেন্টিনা হারিয়েছে অস্ট্রেলিয়াকে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রকে হারিয়েছে নেদারল্যান্ডস। আগামী শুক্রবার খেলবে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডস। কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

তৃতীয় কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মরক্কো ও পর্তুগাল। নকআউট পর্বে স্পেনকে টাইব্রেকারে হারিয়েছে মরক্কো। অন্যদিকে, পর্তুগাল হারিয়েছে সুইজ়ারল্যান্ডকে। আগামী শনিবার (১০ ডিসেম্বর) মরক্কোর বিপক্ষে খেলকে পর্তুগাল। কাতারের আল থুমামা স্টেডিয়ামে খেলবে এ দুই দল। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে এই ম্যাচ।

ইংল্যান্ড ও ফ্রান্স মুখোমুখি হবে চতুর্থ কোয়ার্টার ফাইনালে। নকআউট পর্বে  ইংল্যান্ড হারিয়েছে সেনেগালকে। অন্যদিকে, পোল্যান্ডকে হারিয়েছে ফ্রান্স। আগামী শনিবার (১০ ডিসেম্বর) ইংল্যান্ড কেলবে ফ্রান্সের বিপক্ষে। কাতারের আল বায়েত স্টেডিয়ামে খেলবে এ দুই দল। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে হাই ভোল্টেজ এই ম্যাচটি।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com