মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন

খুব শীঘ্রই সমস্যা কেটে যাবে শেয়ারবাজারের : সাইফুর রহমান

  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৮.১৭ এএম
  • ২১ বার পড়া হয়েছে

এফবিডি ডেস্ক॥

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার বলেছেন, নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সমন্বিত উদ্যোগের কারণে দেশের শেয়ারবাজারের ভিত্তি মজবুত হয়েছে। হয়ত বর্তমান সময়টা ভালো যাচ্ছে না৷ তবে খুব শীঘ্রই শেয়ারবাজারের এই সমস্যা কেটে যাবে৷

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) গুলশানের বিলকিস টাওয়ারে ডিএসইর নতুন ট্রেকহোল্ডার কোম্পানি এমকেএম সিকিউরিটিজ লিমিটেডের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

সাইফুর রহমান বলেন, দেশের আর্থ-সামাজিক উন্নয়নসহ সার্বিক উন্নতি করতে হলে শক্তিশালী শেয়ারবাজারের বিকল্প নেই৷ আর শক্তিশালী শেয়ারবাজার গড়ে তোলার ক্ষেত্রে সকলের এগিয়ে আসতে হবে৷ বাংলাদেশের শেয়ারবাজারের পরিধি দিনে দিনেই বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে বিনিয়োগকারীর সংখ্যাও। এই বিনিয়োগকারীর সঞ্চিত অর্থ দেশের অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছে।

ডিএসইর ভারপ্রাপ্ত এমডি বলেন, শেয়ারবাজারের সেবা প্রদানকারী এবং বিনিয়োগকারী উভয়ই বাজার সম্পর্কে সঠিক বিশ্লেষণের জন্য ট্রেনিং এবং ধারাবাহিক উন্নয়ন প্রয়োজন৷ বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগ করতে গেলে ট্রেকহোল্ডার কোম্পানির কর্মকর্তাদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে সেবা প্রদান করতে হবে৷ তিনি বর্তমান পরিস্থিতি ধৈর্য সহকারে মোকাবেলা করার অনুরোধ জানান৷

তিনি বলেন, আমরা প্রত্যেকটি ট্রেকহোল্ডার কোম্পানিকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি, যেন ট্রেকহোল্ডার কোম্পানি তাদের বিনিয়োগকারীদের যথোপযুক্ত সেবা নিশ্চিত করতে পারে এবং তাদের ডিলার একাউন্টে যথোপযুক্ত সময়ে বিনিয়োগ করতে পারে৷

এসময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম. কে. এম. মহিউদ্দিন এবং কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তা ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com