শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৭:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১৫ পুলিশ হত্যা : সাবেক মন্ত্রীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি মুঠোফোনে কথা বলা, রেস্তোরাঁ, পোশাকে ভ্যাট কমানোর আদেশ জারি আদালতে এসে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ‘১৩ বছর বয়স থেকে প্রেমের প্রস্তাব পাচ্ছি’ চাঁদা না দেয়ায় সাতক্ষীরায় বিএনপি নেতাকে কোপানোর অভিযোগ মালয়েশিয়া যেতে না পেরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই: সারজিস আলম ট্রাম্পের নির্বাহী আদেশে আতঙ্কে নথিপত্রহীন বাংলাদেশিরা, নিউইয়র্কে গ্রেপ্তার ৪ ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন মামুন চকরিয়ায় সেনা কর্মকর্তা হত্যা॥ তিনজন মিলে একাধিকবার ছুরিকাঘাত, বুলেটপ্রুফ জ্যাকেট পরেও রক্ষা পাননি তানজিম

চাঁদা না দেয়ায় সাতক্ষীরায় বিএনপি নেতাকে কোপানোর অভিযোগ

  • আপডেট সময় বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫, ৩.০১ পিএম
  • ১৪ বার পড়া হয়েছে


সাতক্ষীরা প্রতিনিধি॥



সাতক্ষীরার শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বিএনপি নেতা মো: আকবর আলীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে চিহ্নিত সন্ত্রাসী শহীদুজ্জামান শহীদ ও তার বাহিনীর বিরুদ্ধে। গত সোমবার(২০ জানুয়ারি) দুপুর ১ টায় ভেটখালী বাস স্ট্যান্ডে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা।

গুরুতর আহত মো: আকবর আলী রমজাননগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও শ্যামনগর বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক। তিনি বর্তমানে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে শ্যামনগর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোরা ও কালিঞ্চি গ্রামে আকবর আলীর চিংড়ী ঘের থাকায় সেটির ওপর নজর পড়ে সন্ত্রাসী শহীদ ও তার বাহিনীর। বেশ কিছুদিন যাবত তারা ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলো। না দিলে প্রাননাশের হুমকিও দিয়েছে তারা। আকবর আলী ঘেরে যাবার পথে ভেটখালী বাস স্ট্যান্ডে চাইনিজ কুড়াল ও দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ১২-১৩টি মোটরসাইকেলে প্রায় ৩০ জন সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এতে আকবর আলী মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে অচেতন হয়ে পড়েন। এসময় সন্ত্রাসীরা তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও ১ লাখ ৩০ হাজার টাকা মূল্যের মোবাইল নিয়ে চম্পট দেয়।

এ ব্যাপারে আহত বিএনপি নেতা আকবর আলী বলেন, ‘আমার চিংড়ী মাছের ঘের থাকায় লোভের বশবর্তী হয়ে শহীদ লোকজনের সামনেই ৫ লাখ টাকা চাঁদা দাবি করে কিছুদিন আগে। আমি তা দিতে অপারগতা প্রকাশ করি। এরই জের ধরে তারা আমার ওপর হামলা চালিয়েছে’।

এ ঘটনায় শ্যামমগর থানায় এজাহার দেয়া হলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা নথিভুক্ত করা হয়নি বলে জানিয়েছন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হুমায়ুন কবির। তিনি বলেন, তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com