বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১৫ পুলিশ হত্যা : সাবেক মন্ত্রীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি মুঠোফোনে কথা বলা, রেস্তোরাঁ, পোশাকে ভ্যাট কমানোর আদেশ জারি আদালতে এসে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ‘১৩ বছর বয়স থেকে প্রেমের প্রস্তাব পাচ্ছি’ চাঁদা না দেয়ায় সাতক্ষীরায় বিএনপি নেতাকে কোপানোর অভিযোগ মালয়েশিয়া যেতে না পেরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই: সারজিস আলম ট্রাম্পের নির্বাহী আদেশে আতঙ্কে নথিপত্রহীন বাংলাদেশিরা, নিউইয়র্কে গ্রেপ্তার ৪ ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন মামুন চকরিয়ায় সেনা কর্মকর্তা হত্যা॥ তিনজন মিলে একাধিকবার ছুরিকাঘাত, বুলেটপ্রুফ জ্যাকেট পরেও রক্ষা পাননি তানজিম

চামড়া খাতও রপ্তানি মূল্যে ‘ছাড়’ দিতে পারবে

  • আপডেট সময় রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৯.২৮ এএম
  • ৫৫ বার পড়া হয়েছে

এফবিডি ডেস্ক॥

চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানির বিপরীতে ৫% এর বেশি ছাড়ের জন্য বাংলাদেশ ব্যাংকের ডিসকাউন্ট কমিটির কাছে আবেদন করতে পারবেন রপ্তানিকারকরা।

তৈরি পোশাক খাতের আনুষঙ্গিক পণ্য (এক্সেসরিজ) রপ্তানিকারকরাও ক্রেতাদের এ সুবিধা দিতে পারবেন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক এক পরিপত্রে সরকারের এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এতে বলা হয়েছে, এ সুবিধা পেতে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরকারের ‘‘ডিসকাউন্ট কমিটির” কাছে আবেদন করতে হবে উদ্যোক্তাদের।

এতদিন শুধু তৈরি পোশাক রপ্তানিকারকরা (আরএমজি) এ সুবিধা পাচ্ছিলেন।

রপ্তানিকারকরা জানান, অনেক সময় দেখা যায় পণ্য রপ্তানির পরও আমদানিকারকের দাবি মেটাতে বা পরিবর্তিত পরিস্থিতিতে আগের রপ্তানি চুক্তি অনুযায়ী পণ্যের মূল্যে ছাড় দিতে হয় দেশি রপ্তানিকারকদের। এ ছাড়ই রপ্তানি বাণিজ্যে ‘‘ডিসকাউন্ট” সুবিধা হিসেবে পরিচিত।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পরিপত্রে বলা হয়েছে, ডিসকাউন্ট সুবিধা দিতে দেশি রপ্তানিকারকদের সংশ্লিষ্ট ব্যাংকের মাধ্যমে আবেদন জমা দিতে হবে বাংলাদেশ ব্যাংকের কাছে।

আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। আবেদন যাচাই-বাছাই করে দেখবে এ সংক্রান্ত ‘‘ডিসকাউন্ট কমিটি”। সেই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ডিসকাউন্ট সুবিধা দিতে পারবেন উদ্যোক্তারা।

বাংলাদেশ ব্যাংক আরেকটি সার্কুলারে জানিয়েছে, এখন থেকে তৈরি পোশাক খাতের জন্য ‘‘ডিসকাউন্ট” সুবিধা উদ্ভূত পরিস্থিতি বিবেচনার ভিত্তিতে নেওয়া হবে।

চামড়া খাতের ব্যবসায়ীরা বিষয়টিকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে যৌক্তিক কারণে রপ্তানি মূল্য প্রত্যাবাসন করা সম্ভব না হলে রপ্তানিকারকরা এ সংক্রান্ত সমস্যা থেকে সহজে সমাধান পাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com