রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০১:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১৫ পুলিশ হত্যা : সাবেক মন্ত্রীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি মুঠোফোনে কথা বলা, রেস্তোরাঁ, পোশাকে ভ্যাট কমানোর আদেশ জারি আদালতে এসে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ‘১৩ বছর বয়স থেকে প্রেমের প্রস্তাব পাচ্ছি’ চাঁদা না দেয়ায় সাতক্ষীরায় বিএনপি নেতাকে কোপানোর অভিযোগ মালয়েশিয়া যেতে না পেরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই: সারজিস আলম ট্রাম্পের নির্বাহী আদেশে আতঙ্কে নথিপত্রহীন বাংলাদেশিরা, নিউইয়র্কে গ্রেপ্তার ৪ ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন মামুন চকরিয়ায় সেনা কর্মকর্তা হত্যা॥ তিনজন মিলে একাধিকবার ছুরিকাঘাত, বুলেটপ্রুফ জ্যাকেট পরেও রক্ষা পাননি তানজিম

চুক্তির মেয়াদ শেষের আগেই কোচিং ছাড়লেন লেহম্যান

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ৬.০৪ পিএম
  • ৩১ বার পড়া হয়েছে
ছবি: সংগ্রহীত

টিডিএস ডেস্ক॥

অস্ট্রেলিয়ার সাবেক প্রধান কোচ ড্যারেন লেহম্যান আসন্ন গ্রীষ্ম মৌসুমে রেডিও ধারাভাষ্যের চাকরি নিতে কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন। চুক্তির মেয়াদ শেষের এক বছর আগেই তিনি বিগ ব্যাশের দল ব্রিসবেন হিট ও রাজ্য দল কুইন্সল্যান্ডের সহকারী কোচের ভূমিকা থেকে সরে গেলেন।
এবিসি স্পোর্টে পূর্ণকালীন রেডিও ধারাভাষ্যকার হিসেবে ৫৪ বর্ষী লেহম্যান। যার ফলে আপাতত তার কোচিং ক্যারিয়ারের ইতি ঘটছে বলেই ধারণা করা যায়।
এ বছরের শুরুতে ওয়েড সেকম্বের দায়িত্ব ছাড়ার পর নতুন প্রধান কোচ জোহান বোথার অধীনে লেহম্যান কোচিং চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু এবিসি স্পোর্টে ধারাভাষ্যকার হিসেবে তিনি নির্বাচিত হন। আগামী গ্রীষ্মের বর্ডার-গাভাস্কার সিরিজ এবং বিগ ব্যাশ লিগে তাকে মাইক্রোফোন হাতে দেখা যাবে।
সম্প্রতি অ্যাডিলেড স্ট্রাইকার্স ও মেলবোর্ন রেনেগেডসের প্রধান কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন লেহম্যান। অ্যাডিলেড পরে কোচ হিসেবে টিম পেইনকে ও রেনেগেডস ক্যামেরন হোয়াইটকে বেছে নেয়।
নিজের সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে লেহম্যান বলেন, আমি কোচিং যাত্রায় দুর্দান্ত এক সময় কাটিয়েছি। সময়গুলো থেকে অনেক প্রিয় স্মৃতি নিয়ে ফিরছি। আমি কুইন্সল্যান্ড এবং হিট-এ সকলের ভবিষ্যতের জন্য সেরাটা ছাড়া আর কিছুই চাই না। কুইন্সল্যান্ডে আমার সময়কে এত আনন্দদায়ক এবং পরিপূর্ণ করার জন্য স্টাফ এবং খেলোয়াড়দের গ্রুপের সকল সদস্যকে ধন্যবাদ।
খেলোয়াড়ি জীবনে লেহম্যান অজিদের হয়ে ২৭ টেস্ট ও ১১৭টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। অবসরের পর তিনি কোচিংকে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com