মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১৫ পুলিশ হত্যা : সাবেক মন্ত্রীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি মুঠোফোনে কথা বলা, রেস্তোরাঁ, পোশাকে ভ্যাট কমানোর আদেশ জারি আদালতে এসে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ‘১৩ বছর বয়স থেকে প্রেমের প্রস্তাব পাচ্ছি’ চাঁদা না দেয়ায় সাতক্ষীরায় বিএনপি নেতাকে কোপানোর অভিযোগ মালয়েশিয়া যেতে না পেরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই: সারজিস আলম ট্রাম্পের নির্বাহী আদেশে আতঙ্কে নথিপত্রহীন বাংলাদেশিরা, নিউইয়র্কে গ্রেপ্তার ৪ ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন মামুন চকরিয়ায় সেনা কর্মকর্তা হত্যা॥ তিনজন মিলে একাধিকবার ছুরিকাঘাত, বুলেটপ্রুফ জ্যাকেট পরেও রক্ষা পাননি তানজিম

জাপান চেপে ধরতে চায় কোস্টারিকাকে

  • আপডেট সময় শনিবার, ২৬ নভেম্বর, ২০২২, ১১.২৯ এএম
  • ৫৩ বার পড়া হয়েছে

এফবিডি ডেস্ক॥

কাতার বিশ্বকাপে গ্রুপ-ই’র ফেভারিট জার্মানীকে প্রথম ম্যাচে ২-১ গোলে হারিয়ে চমক দেখানো জাপান কোস্টারিকাকে পরাজিত করে নক আউট পর্ব নিশ্চিত করতে চায়।

দিনের প্রথম ম্যাচে রবিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৪ টায় আল-রাইয়ানের আহমাদ বিন আলি স্টেডিয়ামে গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে এই দুই দল মুখোমুখি হবে।

এশিয়ান পরাশক্তি জাপান জায়ান্ট জার্মানীকে হারিয়ে যেখানে ফুরফুরে মেজাজে রয়েছে, সেখানে স্পেনের কাছে ৭-০ গোলে পরাজয় স্বীকার করে আহত সিংহের মত ফুঁসছে কোস্টারিকানরা। বড় পরাজয়ের লজ্জা কাটিয়ে উঠতে জাপানের মত দলকে বেছে নেওয়া ছাড়া তাদের সামনে আর কোন উপায় নেই। কারণ, গ্রুপের শেষ ম্যাচে কোস্টারিকার প্রতিপক্ষ জার্মানী।

গত বুধবার চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানীর বিপক্ষে জয়ী হয়ে হাজিমে মোরিইয়াসুর জাপান বিশ্বকাপে দ্বিতীয় অঘটনের জন্ম দিয়েছে।

আগের দিন আরেক এশিয়ান দল সৌদি আরবের কাছে একই ব্যবধানে পরাজিত হয়ে বিশ্বকাপ শুরু করেছিল লিওনেল মেসির আর্জেন্টিনা।

জার্মানীর বিপক্ষে ৩৩ মিনিটে ইকে গুনডোগানের পেনাল্টির গোলে পিছিয়ে পড়েছিল জাপান। কিন্তু দুই বদলী খেলোয়াড়ে মাঠে নেমে ম্যাচের চেহারা পাল্টে দেন।

৭৫ মিনিটে সুপার সাব রিটসু ডোয়ান ম্যাচে সমতায় ফেরানোর পর ৮৩ মিনিটে টাকুমা আসানোর দুর্দান্ত ফিনিশিংয়ে ব্লু সামুরাইদের জয় নিশ্চিত হয়।

প্রথম ম্যাচে ঐতিহাসিক এই জয়ে জাপান নক আউট পর্বের পথে শক্তিশাী অবস্থানে রয়েছে। এর আগে তিনবার বিশ্বকাপের শেষ ১৬-তে খেলার যোগ্যতা অর্জন করেছে জাপান।

চার বছর আগে রাশিয়া বিশ্বকাপেও গ্রুপ পর্বের বাঁধা পার করেছিল এশিয়ান পরাশক্তিরা। গ্রুপ-এইচ’র দ্বিতীয় দল হিসেবে শেষ ১৬-তে গিয়ে বেলজিয়ামের কাছে পরাজিত হয়ে বিদায় নিতে হয়েছিল জাপানকে।

আগামী ১ ডিসেম্বর স্পেনের বিপক্ষে ম্যাচ দিয়ে মোরিইয়াসুর দল গ্রুপ পর্ব শেষ করবে। সে কারনেই কোস্টারিকার বিপক্ষে নিজেদের সর্ব শক্তি  বৗবহার করে  জয় পেতে মরিয়া  জাপানিরা।

বিশেষ করে স্পেনের কাছে লজ্জাজনক পরাজয়ে কোস্টারিকার এই মুহূর্তে যে, মানসিক অবস্থা তারই সুযোগ নিতে চায় মোরিইয়াসুর শিষ্যরা।

এশিয়ান অঞ্চলের বাছাইর্বে গ্রুপ-বি’র দ্বিতীয় দল হিসেবে ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে কাতারের টিকিট নিশ্চিত করেছিল জাপান।

বাছাইপর্বে তাদের থেকে এক পয়েন্ট এগিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে কাতারে খেলতে এসেছে সৌদি আরব।

এদিকে, কোস্টারিকা এ নিয়ে টানা তৃতীয়বারের মত বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে।

২০১৪ বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে তারা বিস্ময়করভাবে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com