ডেস্ক রিপোর্ট॥
বিপিএলে আজ দুর্দান্ত ঢাকার মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কয়েন নিক্ষেপে জিতেছেন চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোম। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেনকে।
আজ (সোমাবার) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুর্দান্ত ঢাকা খেলবে নিজেদের দ্বিতীয় ম্যাচ। আগের ম্যাচে কুমিল্লার বিপক্ষে জিতেছে তারা। অপরদিকে চট্টগ্রামের এটি তৃতীয় ম্যাচ। তারা একটি ম্যাচ হেরেছে, আর একটি জিতেছে।
দুর্দান্ত ঢাকা একাদশ
দানুস্কা গুনাতিলাকে, নাইম শেখ,অ্যালেক্স রস, ইরফান শুক্কুর, লাসিথ ক্রুসপুলে, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), চতুরাঙ্গা ডি সিলভা, তাসকিন আহমেদ, আরাফাত সানি ও শরিফুল ইসলাম।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ
আভিস্কা ফার্নান্দো, তানজিদ তামিম, ইমরানউজ্জামান, শাহাদাত হোসেন দিপু, নাজিবউল্লাহ জাদরান, শুভগত হোম (অধিনায়ক), কার্টিস ক্যাম্ফার, নিহাদউজ্জামান, শহিদুল ইসলাম, আল আমিন হোসেন ও বিলাল খান।