শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আ’লীগ করার সুফল ১৫ বছরে অবৈধ সম্পদের পাহাড়॥ হেনরী ও তার স্বামীর বিরুদ্ধে অবশেষে দুদকের ২ মামলা পরিবারের জিম্মায় মুক্ত হলেন সাংবাদিক মুন্নী সাহা যমুনা রেলওয়ে ব্রীজ: পরীক্ষামুলক ট্রেন চলাচল শুরু সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত সিরাজগঞ্জ পৌর আ’লীগের সহ-সভাপতি ফিলিপস কারাগারে এস আলমের সঙ্গে আর ব্যবসায়ে আগ্রহী নয় ব্যাংকগুলো, বন্ধ হয়ে গেছে তেল-চিনি কারখানা ঠিকাদারের খোঁজ নেই, ছয় বছরেও শেষ হয়নি ২২ কোটির আইটি প্রকল্পের কাজ নভেম্বরে ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয় কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ ছিল: হাইকোর্ট আগে সংস্কার, এরপর নির্বাচন: প্রধান উপদেষ্টা

ডিসেম্বরের শেষ সপ্তাহে মেট্রোরেলের উদ্বোধন

  • আপডেট সময় বুধবার, ২৩ নভেম্বর, ২০২২, ১১.১১ এএম
  • ৩৩ বার পড়া হয়েছে

চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহের যেকোনো দিন দেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন- ৬ এর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত অংশ উদ্বোধন হতে পারে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক।

বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে উদ্বোধনে যে প্রস্তাব পাঠিয়েছি, সেখানে ডিসেম্বরের শেষ সপ্তাহের কথা বলা হয়েছে। আশা করছি, সে প্রস্তাব অনুযায়ী ডিসেম্বরের শেষ সপ্তাহের যেকোনো দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মত দিতে পারেন।

এমএএন সিদ্দিক বলেন, আগামী ১৬ ডিসেম্বর মেট্রোরেল উদ্বোধনের যে পরিকল্পনা ছিল, সেখান থেকে সরে আসা হয়েছে। কারণ ১৬ ডিসেম্বর অনেক প্রোগ্রাম আছে। এই দিনটিকে অনেক বড় করে উদযাপন করা হচ্ছে। ফলে ওই দিন উদ্বোধন হচ্ছে না। ডিসেম্বরের শেষ সপ্তাহে উদ্বোধনের জন্য সামারি মন্ত্রণালয়ে দাখিল করেছি। তারিখ এখনো জানানো হয়নি। তবে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে কথা বলেছি, তিনি বলেছেন, তারিখ নির্ধারণের কাজ চলমান রয়েছে।

পাতাল রেলের নির্মাণ কাজ শুরুর বিষয় জানতে চাইলে ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক বলেন, পাতাল রেলের নির্মাণ কাজের চুক্তি আজ হয়েছে। এরপর আরও কিছু প্রক্রিয়া শেষ করে জানুয়ারির শেষ সপ্তাহ বা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী পাতাল রেলের নির্মাণ কাজের গ্রাউন্ড ব্রেকিং কাজের উদ্বোধন করবেন। ১২টি প্যাকেজের মাধ্যমে পাতাল রেলের কাজ শেষ করা হবে। কিছু প্যাকেজের কাজ এখনো বাকি আছে। সেগুলো শেষ হলে আমরা বলতে পারব কবে থেকে টানেল বোরিং মেশিনের কাজটি শুরু হবে। আশা করছি, এই অর্থবছরের মধ্যে কাজটি শুরু করতে পারব।

যদিও এর আগে জানানো হয়েছিল, ডিসেম্বরে পাতাল রেলের মূল নির্মাণ কাজ শুরু হবে। কিন্তু সেটিও আবার পিছিয়ে গেল।

এদিকে দেশের প্রথম পাতাল মেট্রোরেল এমআরটি লাইন-১ এর এক নম্বর প্যাকেজের কাজের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। বুধবার রাজধানীর একটি হোটেলে জাপানের টোকিও কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের সঙ্গে বাংলাদেশের ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের এই চুক্তি সই হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com