শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আ’লীগ করার সুফল ১৫ বছরে অবৈধ সম্পদের পাহাড়॥ হেনরী ও তার স্বামীর বিরুদ্ধে অবশেষে দুদকের ২ মামলা পরিবারের জিম্মায় মুক্ত হলেন সাংবাদিক মুন্নী সাহা যমুনা রেলওয়ে ব্রীজ: পরীক্ষামুলক ট্রেন চলাচল শুরু সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত সিরাজগঞ্জ পৌর আ’লীগের সহ-সভাপতি ফিলিপস কারাগারে এস আলমের সঙ্গে আর ব্যবসায়ে আগ্রহী নয় ব্যাংকগুলো, বন্ধ হয়ে গেছে তেল-চিনি কারখানা ঠিকাদারের খোঁজ নেই, ছয় বছরেও শেষ হয়নি ২২ কোটির আইটি প্রকল্পের কাজ নভেম্বরে ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয় কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ ছিল: হাইকোর্ট আগে সংস্কার, এরপর নির্বাচন: প্রধান উপদেষ্টা

ডু অর ডাই ম্যাচ: বদলে যাচ্ছে আর্জেন্টিনা

  • আপডেট সময় বুধবার, ৩০ নভেম্বর, ২০২২, ৯.৪৪ এএম
  • ৩১ বার পড়া হয়েছে

এফবিডি ডেস্ক॥

সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচে হেরেই ঘটেছে বিপত্তি। দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে হারিয়েও তাই স্বস্তি নেই দুবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। আজ রাতে আর্জেন্টিনার বাঁচা-মরার লড়াই। প্রতিপক্ষ পোল্যান্ডকে হারালেই শেষ ষোলোতে নাম লেখাবে আলবিসেলেস্তেরা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে পোলিশদের কাছে হারলে তো কথাই নেই! সোজা ঘরে ফিরতে হবে লিওনেল মেসিদের। ড্র করলেও থাকবে শঙ্কা। তখন তাকিয়ে থাকতে হবে মেক্সিকো-সৌদি আরব ম্যাচের ফলাফলের ওপর। ‘সি’ গ্রুপের এ ম্যাচের ফল নিজেদের পক্ষে আসার কামনা করতে হবে। থাকতে হবে গোল ব্যবধানে এগিয়ে।

‘ডু অর ডাই’ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসির দলে আজ আসতে পারে পরিবর্তন। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, ‘উইনিং কম্বিনেশন’ ভাঙতে পারে আর্জেন্টিনা। কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার দেশ একাদশে আনতে পারে দুটি বদল।

প্রথম ম্যাচে রাইটব্যাকের দায়িত্ব ছিল নাহুয়েল মলিনার কাঁধে। কিন্তু সুযোগ পেয়েও সেভাবে জ্বলে উঠতে পারেননি। দ্বিতীয় ম্যাচে তার জায়গাটা দখল করেন গনজালো মন্তিয়েল।

আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ী দলের ফুটবলার মন্তিয়েলও মেক্সিকো ম্যাচে নিজেকে মেলে ধরতে পারেননি। আজকের খেলায় সেই মলিনাকেই ফেরাতে যাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। এমন খবরই দিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

দলে বদল আসতে পারে আরও একটি। মাঝমাঠের তারকা লিয়ান্দ্রো পারেদেসও ছিটকে যেতে পারেন একাদশ থেকে। তার বদলি হিসেবে খেলতে পারেন আগের ম্যাচের জয়ের অন্যতম নায়ক এনজো ফার্নান্দেজ বা গিদো রদ্রিগেজ।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনইয়া, রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ/গিদো রদ্রিগেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডি মারিয়া।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com