এফবিডি ডেস্ক॥
সপ্তাহের তৃতীয় কর্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের সামান্য পতনে চলছে লেনদেন। সেই সঙ্গে ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টায় লেনদেন ছাড়িয়েছে মাত্র ৭৬ কোটি টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২৮ ডিসেম্বর) ডিএসইর লেনদেন শুরুর দুুই ঘন্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক দশমিক ০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৮০ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দশমিক ৮৬ পয়েন্ট কমে এবং ‘ডিএস৩০’ সূচক ২ দশমিক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১৩৫১ ও ২১৮৮ পয়েন্টে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৫০টির, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১২০টি কোম্পানির শেয়ারের।
এসময় ডিএসইতে ৭৬ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।