রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১৫ পুলিশ হত্যা : সাবেক মন্ত্রীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি মুঠোফোনে কথা বলা, রেস্তোরাঁ, পোশাকে ভ্যাট কমানোর আদেশ জারি আদালতে এসে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ‘১৩ বছর বয়স থেকে প্রেমের প্রস্তাব পাচ্ছি’ চাঁদা না দেয়ায় সাতক্ষীরায় বিএনপি নেতাকে কোপানোর অভিযোগ মালয়েশিয়া যেতে না পেরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই: সারজিস আলম ট্রাম্পের নির্বাহী আদেশে আতঙ্কে নথিপত্রহীন বাংলাদেশিরা, নিউইয়র্কে গ্রেপ্তার ৪ ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন মামুন চকরিয়ায় সেনা কর্মকর্তা হত্যা॥ তিনজন মিলে একাধিকবার ছুরিকাঘাত, বুলেটপ্রুফ জ্যাকেট পরেও রক্ষা পাননি তানজিম

দুবাইয়ের ব্যবসায়ী বরের পরিচয় জানালেন মডেল সুজানা

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ১২.৪০ পিএম
  • ২৯ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক॥


হঠাৎ সোমবার দুপুরে বিয়ের খবর প্রকাশ্যে আসে একসময়ের মডেল ও অভিনয়শিল্পী সুজানার। বিয়ের খবর ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্টের মাধ্যমে জানালেও কবে, কখন বিয়ে করেছেন, সে ব্যাপারে কিছুই উল্লেখ করেননি। এমনকি স্বামীর নাম–পরিচয়ও উল্লেখ করেননি। শুধু এটুকু বলেছিলেন, স্বপ্ন সত্যি হয়েছে। অবশেষে নিজেই জানালেন বিয়ে নিয়ে সবকিছু। সুজানা জানালেন, তাঁর বরের নাম সৈয়দ হক। তিনি দুবাইয়ের একজন ব্যবসায়ী।

একসময় মডেলিং ও অভিনয় অঙ্গনে ব্যস্ত সময় পার করলেও সাত বছর ধরে এই অঙ্গনের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করেন সুজানা। দেশের একসময়ের জনপ্রিয় এই মডেল ও অভিনেত্রী দীর্ঘদিন ধরেই অভিনয় থেকে দূরে আছেন। অভিনয়ে ফেরার কোনো সম্ভাবনা নেই বলেও জানিয়েছিলেন তিনি। সুজানার বেশির ভাগ সময় কাটে দুবাইয়ে। সেখানে তিনি ব্যবসার সঙ্গেও যুক্ত আছেন।

বর সৈয়দ হকের সঙ্গে সুজানা জাফর// ছবি : সুজানার ইনস্টাগ্রাম

গত কয়েক বছর দুবাইয়ে বেশি থাকেন সুজানা। একটা সময় পরিচয় হয় সৈয়দ হক নামের এই ব্যবসায়ীর সঙ্গে। আজ দুবাই থেকে বিয়ের খবর নিশ্চিত করে সুজানা জানান, গত ২২ আগস্ট দুবাইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন তিনি। তাঁর স্বামীর নাম সৈয়দ হক। তিনিও দুবাই থাকেন, পেশায় একজন ব্যবসায়ী।

সাত বছর ধরে স্বামী সৈয়দ হকের সঙ্গে পরিচয় সুজানার। তবে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল না উল্লেখ করে সুজানা জানালেন, পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়েছে। সুজানা বলেন, ‘আগস্টে যখন আমাদের বিয়ে হয়, তখন বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি ভালো ছিল না। তাই বিয়ের খবরটি তখন জানানোর মতো অবস্থা ছিল না। একেবারে ধর্মীয় বিধান অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা হয়েছে। বিয়েটা যেহেতু পারিবারিক ব্যাপার, তাই আমাদের দুই পরিবার অবগত।’

সুজানা আরও জানান, তাঁর ইচ্ছা ছিল হানিমুনে না গিয়ে স্বামীর সঙ্গে হজ পালন করবেন। সেই ইচ্ছাও পূরণ করেছেন জানিয়ে তিনি বলেন, ‘বিয়ের দুই দিন পর আমরা দুজনে ওমরাহ পালন করেছি। আল্লাহ আমাকে যে পথে রেখেছেন, আমি বাকিটা জীবন এভাবে পার করতে চাই।’

২০০৬ সালে ঢাকার একটি বায়িং হাউসের কর্মকর্তা ফয়সাল আহমেদকে প্রথম বিয়ে করেন সুজানা। এরপর সংগীতশিল্পী ও সংগীত পরিচালক হৃদয় খানের ভালোবাসায় সাড়া দিয়ে ২০১৪ সালের ১ আগস্ট একেবারে ঘরোয়া পরিবেশে বিয়ে করেন। সাড়ে তিন বছর প্রেমের পর করা বিয়েটি ছিল দুজনেরই দ্বিতীয় বিয়ে। বিয়ের সাত মাস পরপরই সুজানা-হৃদয় খানের বিচ্ছেদ হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com