রবিবার, ১৩ এপ্রিল ২০২৫, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম

দেশের ইতিহাসের সব রেকর্ড ভাঙল স্বর্ণের দাম

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ৮.৪৩ পিএম
  • ৩ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত


টিডিএস ডেস্ক॥



দেশের বাজারে আবারও নতুন রেকর্ড গড়েছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ হাজার ৪০৩ টাকা বাড়িয়ে এক লাখ ৫৯ হাজার ২৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। যা দেশের ইতিহাসে রেকর্ড। গতকাল থেকে এক ভরি স্বর্ণ এক লাখ ৫৬ হাজার ৬২৪ টাকায় বিক্রি হচ্ছিল।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বাড়ার প্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে, যা আগামীকাল থেকে কার্যকর হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক লাখ ৫৯ হাজার ২৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের দাম ১ লাখ ৫১ হাজার ৭৯৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৩০ হাজার ১১২ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭ হাজার ৩৪৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

গত মঙ্গলবার স্বর্ণের সর্বশেষ দাম নির্ধারণ করেছিল বাজুস, যা গতকাল বুধবার থেকে কার্যকর হয়। সেদিনের নির্ধারণ করা দর অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ ১ লাখ ৫৬ হাজার ৬২৪ টাকায় বিক্রি হয়। এছাড়া ২১ ক্যারেটের দাম ১ লাখ ৪৯ হাজার ৪৯৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ২৮ হাজার ১৪১ টাকা নির্ধারণ করা ছিল।

সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫ হাজার ৬৬৪ টাকা নির্ধারণ করা ছিল।

স্বর্ণের দাম বাড়লেও হলেও অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ৫৭৮ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৪৪৯ টাকা, ১৮ ক্যারেটের দাম ২ হাজার ১১১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৫৮৬ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com