শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আ’লীগ করার সুফল ১৫ বছরে অবৈধ সম্পদের পাহাড়॥ হেনরী ও তার স্বামীর বিরুদ্ধে অবশেষে দুদকের ২ মামলা পরিবারের জিম্মায় মুক্ত হলেন সাংবাদিক মুন্নী সাহা যমুনা রেলওয়ে ব্রীজ: পরীক্ষামুলক ট্রেন চলাচল শুরু সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত সিরাজগঞ্জ পৌর আ’লীগের সহ-সভাপতি ফিলিপস কারাগারে এস আলমের সঙ্গে আর ব্যবসায়ে আগ্রহী নয় ব্যাংকগুলো, বন্ধ হয়ে গেছে তেল-চিনি কারখানা ঠিকাদারের খোঁজ নেই, ছয় বছরেও শেষ হয়নি ২২ কোটির আইটি প্রকল্পের কাজ নভেম্বরে ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয় কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ ছিল: হাইকোর্ট আগে সংস্কার, এরপর নির্বাচন: প্রধান উপদেষ্টা

ধারাভাষ্যকার চাকরি হারালেন তুর্কি ফুটবলারের নাম বলে

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৮.৫০ এএম
  • ২৮ বার পড়া হয়েছে

এফবিডি ডেস্ক॥

সাবেক তুর্কি ফুটবলার হাকান সুকুরের নাম নেয়ায় খেলার মধ্যেই বরখাস্ত হন  ফুটবল ধারাভাষ্যকার আলপার বাকির সিগিল। তিনি টিআরটির ধারাভাষ্যকার ছিলেন।

মরক্কো ও কানাডার গ্রুপ পর্বের খেলার হাফটাইমেই তাকে বরখাস্ত করা হয় এবং তার বদলে আরেকজন ধারাভাষ্যকার যুক্ত হন।

খেলা চলাকালীন সময়ে আলপার তুরস্কের দর্শকদের উদ্দেশে বলেছিলেন, বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দ্রুত গোল দিয়েছিলেন তুরস্কের ফুটবলার হাকান সুকুর। এতেই চাকরি হারান তিনি। কারণ হাকান সুকুর তুরস্কে এখন এক নিষিদ্ধ নাম।

ফুটবল থেকে অবসরের পর ২০১২ সালে হাকান সুকুর রাজনীতিতে প্রবেশ করেন। একসময় রাজনীতিতে তার অবস্থান হয়ে ওঠে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বিরোধী।

কেন তিনি তুর্কি মিডিয়ায় নিষিদ্ধ?

তুর্কি গণমাধ্যমে হাকান সুকুরের নাম এক অর্থে নেয়াই যায় না। সবশেষ ধারাভাষ্যকারের চাকরিচ্যুতি বিষয়টিকে আরও স্পষ্ট করেছে। যদিও তুর্কি ফুটবলে হাকানের বড় অবদান রয়েছে।

২০১৬ সালে এরদোয়ান বিরোধী সামরিক অভ্যুত্থানেও তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। ২০১৭ সালে এরদোয়ান বিরোধী এক টুইটের কারণে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়। পরে তিনি আমেরিকা পালিয়ে যান। এরদোয়ান নেতৃত্বাধীন সরকারের অভিযোগ, হাকান সন্ত্রাসবাদেও জড়িত। তিনি ফেতুল্লাহ গুলেনের অনুসারী।

এ বিষয়ে যা বলেছেন হাকান

হাকান সুকুর জার্মান নিউজ আউটলেট ওয়েল্ট অ্যাম সোনট্যাগকে বলেছিলেন, ‘আমার আর কিছুই অবশিষ্ট নেই। এরদোয়ান সবকিছু কেড়ে নিয়েছে। আমার স্বাধীনতার অধিকার, বাক-স্বাধীনতার অধিকার এবং আমার কাজ করার অধিকার। আমি কখনো বেআইনি কিছু করিনি। আমি বিশ্বাসঘাতক বা সন্ত্রাসী নই।’

বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে উবার চালিয়ে জীবিকা নির্বাহ করছেন।

বিশ্বকাপে রেকর্ড করেন হাকান

হাকান সুকুর তুর্কি ফুটবলের বড় তারকা ছিলেন। দেশের হয়ে তিনি ১১২ খেলায় ৫১ গোল করেন।

২০০২ সালে কোরিয়া-জাপান ফুটবল বিশ্বকাপে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ম্যাচ শুরুর ১১ সেকেন্ডে গোল করেন হাকান। পরে সেই ম্যাচ ৩-২ গোলে জিতে যায় তুরস্ক। এখন পর্যন্ত ফুটবল ইতিহাসে এটিই তুরস্কের সবচেয়ে বড় সাফল্য।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com