এফবিডি ডেস্ক॥
বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে আগের দুই ম্যাচে জয় বঞ্চিত হয়েছিল ব্রাজিল। দুটি ম্যাচই রয়ে গিয়েছিল অমীমাংসিত। এবার তৃতীয় ম্যাচে ইতিহাস পাল্টে ফেলতেই মাঠে নেমেছিল সেলেসাওরা।
কিন্তু সুইসদের বিপক্ষে সেই পুরোনো দুর্ভাগ্যটাই যেন বারবার উঁকি দিচ্ছিল। প্রথমার্ধে গোল না আসায় ড্রয়ের আশঙ্কায় পড়েছিল। পাঁচবারের বিশ্বকাপ জয়ীদের পারফরম্যান্সও অবশ্য নিজেদের মানের ছিল না। ৬৪ মিনিটে ক্যাসেমিরোর পাস থেকে করা ভিনিসিয়াস জুনিয়রের গোল অফসাইডের কারণে বাতিল হলে পয়েন্ট ভাগাভাগির সম্ভাবনাটা আরও জোরালো হয়।
তবে সব বাধা উবে যায় ম্যাচ শেষের সাত মিনিট আগে। ব্রাজিলের ত্রাতা হয়ে আবির্ভূত হন ক্যাসেমিরো। রদ্রিগোর কাছ থেকে বল পেয়ে বুলেট গতির দুর্বার শটে সুইসদের জাল কাঁপিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার। প্রতিপক্ষের গোলরক্ষককে বল ঠেকানোর কোনো সুযোগই দেননি বলতে গেলে। একমাত্র জয়সূচক গোল উপহার দিয়ে ম্যাচসেরার পুরস্কার জেতেন ক্যাসেমিরো।
ম্যাচে সতীর্থদের সঙ্গে মাঠে ছিলেন না নেইমার ডি সিলভা জুনিয়র। তবে তারকা এ স্ট্রাইকারের চোখ ছিল লড়াইয়ে। তাই সারা মাঠ দাপিয়ে বেড়ানো ব্রাজিলের জয়ের নায়ক ক্যাসেমিরোর জয়গান গাইলেন পিএসজির এ সুপারস্টার।
টুইটারে ক্যাসেমিরোকে বিশ্বসেরা মিডফিল্ডারের তকমা দিলেন নেইমার, ‘দীর্ঘ সময় ধরে বিশ্বসেরা মিডফিল্ডার হিসেবে নিজেকে ধরে রেখেছে ক্যাসেমিরো।’