বুধবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১৫ পুলিশ হত্যা : সাবেক মন্ত্রীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি মুঠোফোনে কথা বলা, রেস্তোরাঁ, পোশাকে ভ্যাট কমানোর আদেশ জারি আদালতে এসে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ‘১৩ বছর বয়স থেকে প্রেমের প্রস্তাব পাচ্ছি’ চাঁদা না দেয়ায় সাতক্ষীরায় বিএনপি নেতাকে কোপানোর অভিযোগ মালয়েশিয়া যেতে না পেরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই: সারজিস আলম ট্রাম্পের নির্বাহী আদেশে আতঙ্কে নথিপত্রহীন বাংলাদেশিরা, নিউইয়র্কে গ্রেপ্তার ৪ ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন মামুন চকরিয়ায় সেনা কর্মকর্তা হত্যা॥ তিনজন মিলে একাধিকবার ছুরিকাঘাত, বুলেটপ্রুফ জ্যাকেট পরেও রক্ষা পাননি তানজিম

পাকিস্তানি ক্রিকেটারদের তুলোধুনো করলেন শোয়েব

  • আপডেট সময় সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ২.০২ পিএম
  • ৫৭ বার পড়া হয়েছে
Shoaib Akhter

স্পোর্টস ডেস্ক॥

এশিয়া কাপের ফাইনালে শ্রীলংকার কাছে হারের পরে পাকিস্তান দলের খেলা নিয়ে ক্ষুব্ধ দেশটির সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার। তার মতে, এই দল নিয়ে কোনোভাবেই বিশ্বকাপ জেতা যাবে না।

শোয়েব মনে করেন, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ানদের জেতার তাগিদ নেই। এই বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) চিন্তা-ভাবনা করার পরামর্শ দিয়েছেন তিনি।

ম্যাচের পরে নিজের ইউটিউব চ্যানেলে খেলার বিশ্লেষণ করতে গিয়ে শোয়েব বলেন, ‘‘প্রতি বার সামনে সহজ প্রতিপক্ষ পড়বে না। কঠিন দলের বিরুদ্ধে জেতার কোনও তাগিদ এই দলের নেই। বাবর রান করতে পারছে না। রিজওয়ান ৪৫ রান করতে ৪৫ বল নিয়েছে।’

এরপর তিনি বলেন, ‘টি-২০ ক্রিকেটে এ রকম ইনিংস খেলার কোনও অধিকার নেই। দলের ওপেনাররাই যদি এমন হয়, তা হলে সেই দল কী ভাবে জিতবে। বিশ্বকাপে ওরা মুখ থুবড়ে পড়বে। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে ভাবতে হবে।’

শুধু বাবর-রিজওয়ান নন, দলের বাকি ব্যাটারদের দেখেও বিরক্ত শোয়েব। কেউ দায়িত্ব নিতে পারেন না বলে মনে করেন তিনি। শোয়েব বলেন, ‘ফখর, খুশদিল, আসিফদের নিয়েও ভাবার সময় এসেছে। অনেক দিন ধরে ওরা খেলছে। তার পরেও দায়িত্ব নিতে পারছে না। এই দল নিয়ে হবে না।’

পাকিস্তানের ক্রিকেটারদের উপর যতটা বিরক্ত, শ্রীলংকার ক্রিকেটারদের ঠিক ততটাই প্রশংসা করেছেন শোয়েব। দেশের কঠিন পরিস্থিতির মধ্যেও যে ভাবে তারা খেলেছে তার জন্য দাসুন শানাকাদের সালাম করেছেন তিনি।

শোয়েব বলেন, ‘শ্রীলংকা খুব ভাল ক্রিকেট খেলেছে। গত ছ’মাসে ওরা কী পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছে সেটা সবাই জানে। তার পরেও ওরা সংযুক্ত আরব আমিরাতে গিয়ে নিজেদের সেরাটা দিয়েছে। ভারত, পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ জেতা সহজ নয়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com