শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আ’লীগ করার সুফল ১৫ বছরে অবৈধ সম্পদের পাহাড়॥ হেনরী ও তার স্বামীর বিরুদ্ধে অবশেষে দুদকের ২ মামলা পরিবারের জিম্মায় মুক্ত হলেন সাংবাদিক মুন্নী সাহা যমুনা রেলওয়ে ব্রীজ: পরীক্ষামুলক ট্রেন চলাচল শুরু সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত সিরাজগঞ্জ পৌর আ’লীগের সহ-সভাপতি ফিলিপস কারাগারে এস আলমের সঙ্গে আর ব্যবসায়ে আগ্রহী নয় ব্যাংকগুলো, বন্ধ হয়ে গেছে তেল-চিনি কারখানা ঠিকাদারের খোঁজ নেই, ছয় বছরেও শেষ হয়নি ২২ কোটির আইটি প্রকল্পের কাজ নভেম্বরে ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয় কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ ছিল: হাইকোর্ট আগে সংস্কার, এরপর নির্বাচন: প্রধান উপদেষ্টা

পূজায় মণ্ডপে আনসার, সিসি ক্যামেরা বাধ্যতামূলক

  • আপডেট সময় রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২, ২.৫২ পিএম
  • ৩৭ বার পড়া হয়েছে
File photo

নিজস্ব প্রতিবেদক:

১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া শারদীয় দুর্গাপূজায় প্রতিটি মণ্ডপেই সিসি ক্যামেরা লাগানোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মণ্ডপগুলোতে ২৪ ঘণ্টাই আনসার সদস্যদের সার্বক্ষণিক নিয়োজিত রাখা হবে বলে জানান তিনি।

১১ সেপ্টেম্বর দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি এসব তথ্য দেন।

গত বছর সারাদেশে ৩২ হাজার ১১৮টি মণ্ডপে উৎযাপিত হয়েছিল শারদীয় দুর্গাপূজা। এবার ৩২ হাজার ১৬৮টি মণ্ডপে পূজা হবে। গতবারের তুলনায় এবার পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে ৫০টি।

পূজার নিরাপত্তার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রতিটি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে সরকার যথাযথ ব্যবস্থা নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আগে ভ্রাম্যমাণ থাকলেও এবার এবার সব মণ্ডপে সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন আনসার সদস্যরা। প্রতিটি মণ্ডপে বাধ্যতামূলক সিসিটিভি থাকতেই হবে। পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবকও থাকবে। তাদের পরিচয়ের জন্য আর্মড ব্যান্ড পরতে হবে। এসব ব্যবস্থার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও তৎপর থাকবে।’

দুর্গাপূজায় কোনো নিরাপত্তা শঙ্কা আছে কি না সে বিষয়ে করা প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, ‘আমাদের গোয়েন্দাদের কাছে তেমন কোনো খবর নেই।’

সভায় স্বরাষ্ট্রের দুই বিভাগের সচিব, ধর্মসচিব, র‍্যাবের ডিজি, আইজিপি ও ডিএমপি কমিশনারের প্রতিনিধিসহ গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com