টিডিএস ডেস্ক॥
রাজধানী থেকে গ্রেফতার সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করবে পুলিশ।
রোববার রাজধানীর আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ৫ আগস্ট ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর গুলি ও হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় ফরহাদ হোসেনকে গ্রেফতার দেখানো হয়েছে। রাতেই আদাবর থানা থেকে তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। আজ (রোববার) দুপুরে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।
এর আগে, শনিবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে আটক করে র্যাব। পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী-এমপি ও বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। কেউ কেউ দেশ ছাড়তে পারলেও অনেকেই গ্রেফতার হচ্ছেন।