সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৭:৪৭ অপরাহ্ন

ফিনল্যান্ড জ্বালানি খাতে বাংলাদেশে কাজ করতে আগ্রহী

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২, ১০.০৬ এএম
  • ১৯ বার পড়া হয়েছে

এফবিডি ডেস্ক॥

জ্বালানি, স্মার্ট সিটি ও বন্দর ব্যবস্থাপনা খাতের উন্নয়নে বাংলাদেশে কাজ করতে আগ্রহী ফিনল্যান্ড। রাজধানীর একটি হোটেলে ‘ফিনল্যান্ড’স স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার ডে বিল্ডিং বাংলাদেশ’ শীর্ষক মতবিনিময় সভায় এ আগ্রহ প্রকাশ করেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত রিতভা কাউক্কু-রুনদি। ফিনল্যান্ড দূতাবাস এবং এফবিসিসিআই এ সভার আয়োজন করে।

সভায় রিতভা কাউক্কু-রুনদি বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে চাই। বিশেষ করে কারিগরি এবং অর্থনৈতিক সহযোগিতার সম্পর্ক উন্নয়নের সুযোগ রয়েছে বলে মনে করছি। এখানে জ্বালানি, স্মার্ট সিটি ও বন্দর ব্যবস্থাপনা খাতে ফিনল্যান্ডের প্রতিষ্ঠানগুলো কাজ করতে পারে।

এ সময় তিনি পরস্পরের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে এফবিসিসিআই’র সহযোগিতা কামনা করেন।

সভায় এফবিসিসিআই’র সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, বাংলাদেশ ফিনল্যান্ডকে অন্যতম উন্নয়ন সহযোগী হিসেবে বিবেচনা করে। দুদেশের মধ্যে সহযোগিতার সম্পর্ক আরও উন্নত হবে বলে মনে করি। বিশেষ করে শিল্প কারখানার যন্ত্রপাতি, বন্দর ব্যবস্থাপনা এবং জ্বালানি খাতে ফিনল্যান্ডের কোম্পানিগুলোর সুনাম রয়েছে। এসব খাতে তাদের অভিজ্ঞতা এবং প্রযুক্তি বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় সহায়ক হবে।

এইচএসবিসি’র এক প্রতিবেদনের বরাত দিয়ে জসিম উদ্দিন বলেন, স্থানীয় বাজারের আকারের দিক থেকে বাংলাদেশ বিশ্বের মধ্যে নবম। এই বাজারে ফিনল্যান্ডের কোম্পানিগুলোর জন্যও বড় সম্ভাবনা রয়েছে।

জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ সরকার ‘মিক্সড বেজ’ বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব দিয়েছে। এমতাবস্থায় পরিবেশ বান্ধব জ্বালানি খাতে বাংলাদেশ এবং ফিনল্যান্ডের মধ্যে প্রযুক্তি স্থানান্তরের ওপর জোর দেন বাংলাদেশে ফিনল্যান্ডের কনসুল-জেনারেল এবং সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান।

সভায় নিজেদের ব্যবসা পরিচিতি এবং পরিকল্পনার কথা তুলে ধরে ফিনল্যান্ডের প্রতিষ্ঠান নকিয়া, ওয়ার্টসিলা, এলিমেটিক, কোনক্রেনস, বাংলাদেশি প্রতিষ্ঠান সামিট গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, জেমকন গ্রুপ ও কসমস গ্রুপ।

সভায় উপস্থিত ছিলেন, এফবিসিসিআই’র সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি মো. আমিন হেলালী, সালাহউদ্দিন আলমগীর, পরিচালক ও মহাসচিবসহ অন্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com