ক্রীড়া প্রতিবেদক:
পাল্লেকেলে টেস্টের চতুর্থ দিনের শেষ সেশনে প্রকৃতির বাধা। আলোর স্বল্পতায় অনেকটা সময় খেলা বন্ধ ছিল। তবে সমর্থকদের জন্য আশার খবর, আকাশ কিছুটা পরিষ্কার হওয়ায় আবারও শুরু হয়েছে খেলা।
আকাশের যে অবস্থা, কখন কি হয় ঠিক-ঠিকানা নেই। খেলা শুরুর পর ডাবল সেঞ্চুরির জন্য তাই বেশিক্ষণ অপেক্ষা করেননি দিমুথ করুনারত্নে। মেহেদি হাসান মিরাজের ওভারটি কাটিয়েই তাসকিন আহমেদের ওভারে দুই বাউন্ডারি হাঁকিয়ে ক্যারিয়ারের প্রথম দুইশ ছুঁয়েছেন লঙ্কান অধিনায়ক।
করুনারত্নে আর ধনঞ্জয়া ডি সিলভার জুটিতে এখন পর্যন্ত ৮০ ওভারে এসেছে ২৮০ রান। করুনারত্নে ৩৯০ বলে ২১ বাউন্ডারিতে অপরাজিত আছেন ২০২ রানে। ২৬৮ বলে ১৯ চারে ১৪৪ রানে তার সঙ্গী ধনঞ্জয়া।
এই রিপোর্ট লেখা পর্যন্ত প্রথম ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৪৭৪ রান। বাংলাদেশের প্রথম ইনিংসে গড়া ৫৪১ থেকে এখনও ৬৭ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা।
চতুর্থ দিনে এখন পর্যন্ত একটি উইকেটও তু্লে নিতে পারেননি বাংলাদেশের বোলাররা। প্রথম সেশনে ৩১ ওভারে ১০২ আর দ্বিতীয় সেশনে ৩০ ওভারে ১১১ রান তুলেন এই ধনঞ্জয়া-করুনারত্নে।
তৃতীয় সেশনে মাত্র ৫ ওভার খেলা হওয়ার পরই আকাশের কালো মেঘে অন্ধকার হয়ে গিয়েছিল চারদিক। ফলে আম্পায়াররা বাধ্য হয়ে খেলা বন্ধ করেন। অনেকটা সময় এই অবস্থায় ছিল। তবে পরে আকাশ কিছুটা পরিষ্কার হলে ফের খেলা চালানোর সিদ্ধান্ত নেন আম্পায়াররা।
উইকেটের যেমন আচরণ, বাংলাদেশি বোলারদের আসলে কিছুই করার নেই এখানে। ব্যাটসম্যান ভুল না করলে এই পিচে উইকেট পাওয়া কঠিন। কঠিন বললে ভুল হবে, বলতে গেলে অসম্ভব।
এখন একটাই লক্ষ্য হতে পারে, দুই ব্যাটসম্যানের রান আটকে রাখার চেষ্টা করা। তাতে ম্যাচ ড্র হলেও অন্ততপক্ষে নিজেদের পারফরম্যান্সে তুষ্ট থাকতে পারবেন তাসকিন-তাইজুলরা।