শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:২৪ পূর্বাহ্ন

ফ্রান্স মেসির ভয়ে ভীত নয়

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২, ৮.৪৮ এএম
  • ৭২ বার পড়া হয়েছে

এফবিডি ডেস্ক॥

মরক্কোর আরব বসন্ত থামিয়ে বিশ্বকাপের ফাইনালে এখন ফ্রান্স। কিলিয়ান এমবাপ্পেদের সামনে এবার ইতালি (১৯৩৪ ও ১৯৩৮) ও ব্রাজিলের (১৯৫৮ ও ১৯৬২) টানা দুই বিশ্বকাপ জয়ের রেকর্ড ছোঁয়ার হাতছানি।

১৮ নভেম্বরের ফাইনালে আর্জেন্টিনাকে হারাতে পারলেই এই মাইলফলক ছুঁয়ে ফেলবে কোচ দিদিয়ের দেশমসের শিষ্যরা।

তবে ফরাসিদের এবার সোনালি ট্রফি ছিনিয়ে নেওয়া মোটেই সহজ হবে না। কেননা ফাইনালে তাদের প্রতিপক্ষ আরেক হট ফেভারিট আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের প্রাণভোমরা লিওনেল মেসি রয়েছেন সেরা ছন্দে। সঙ্গী হিসেবে আছেন মাঠের ‘গুপ্তঘাতক’ হুলিয়ান আলভারেজ।

তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা মেসিদের ভয় পাচ্ছে না। ফরাসি ডিফেন্ডার লুকাস হার্নান্দেজ জানিয়ে রাখলেন সেই দৃঢ় প্রত্যয়ের কথা, ‘ভাবনা এখন ফাইনাল নিয়ে। রবিবারের জন্য শতভাগ ফিট থাকতে হবে। মেসির ভয়ে ভীতু নই আমরা। দুর্দান্ত এক দল আর্জেন্টিনা। তবে নিজেদের সেরাটা নিংড়ে দিতে আমরাও প্রস্তুত থাকব।’

টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠেছে ফ্রান্স। টানা রোমাঞ্চকর পথ পাড়ি দিয়ে ক্লান্ত ফরাসি ফুটবলাররা। তারপরও ফাইনালে উঠে যারপরনাই আনন্দিত অলিভিয়ের জিরুড-গ্রিজম্যানরা।

হার্নান্দেজ জানালেন তেমনটা, ‘পরপর দুই বিশ্বকাপের ফাইনালে খেলাটা অসাধারণ কিছু। পথটা মোটেই মসৃণ ছিল না। তবে আমরা দুর্দান্ত খেলেছি। হ্যাঁ, আমরা পরিশ্রান্ত। কিন্তু সময়টা এখন ফাইনাল নিয়ে চিন্তা করার।’

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com