বগুড়া সংবাদদাতা॥
বগুড়ায় বাসের ধাক্কায় প্রাইভেটকারে থাকা মোটর শ্রমিক ইউনিয়নের নেতাসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক ফাহিন হোসেন, সদস্য আলমগীর হোসেন ও আব্দুল হান্নান। আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বগুড়া সদর থানার এসআই মিজানুর রহমান বলেন, সকালে প্রাইভেটকারটি বগুড়া থেকে নওগাঁর দিকে যাচ্ছিল। এ সময় বগুড়া সদরের এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাস প্রাইভেটকারটি ধাক্কা দেয়। এ সময় প্রাইভেটকারে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকারটি কেটে হতাহতদের উদ্ধার করেন। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।