শনিবার, ১৭ মে ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
হত্যা মামলায় ৪ দিনের রিমান্ডে সাবেক এমপি হেনরী সংস্কারের নামে নির্বাচন বন্ধ রাখার অর্থই হয় না: টুকু সিরাজগঞ্জে অবৈধভাবে শিশু খাদ্য উৎপাদন কারখানাটি সিলগালা সিরাজগঞ্জে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচারের দাবি উল্লাপাড়ায় বিএনপি নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি,জমি ও পুকুর দখলের অভিযোগ: প্রতিবাদে সংবাদ সম্মেলন রায়গঞ্জে চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কচ্ছপ গতিতে চলছে এলেঙ্গা-রংপুর চারলেন ও হাটিকুমরুল ইন্টারচেঞ্জ প্রকল্পের কাজ: বর্ধিত মেয়াদেও কাটছেনা অনিশ্চয়তা এনায়েতপুরে সড়ক সংস্কারে দাবিতে এলাকাবাসীর  মানববন্ধন যারা আ. লীগের সঙ্গে আঁতাত করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না : টুকু সাবেক এমপি আজিজের বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড আবেদন

বাংলাদেশ–আফগানিস্তান সিরিজ: নাজমুলকে ‘ফাইনালে’ পাচ্ছে না বাংলাদেশ, অধিনায়ক মিরাজ

  • আপডেট সময় সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১২.০৫ পিএম
Photo: Collected

স্পোর্টস ডেস্ক



আরও একটি দুঃসংবাদ সংযুক্ত আরব আমিরাত থেকে। কুঁচকির চোট শারজায় আফগানিস্তানের বিপক্ষে আজকের সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডে থেকে ছিটকে দিয়েছে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনকে।

বাংলাদেশ সময় আজ বিকেল ৪টায় শুরু হবে এই ম্যাচ। প্রথম দুই ম্যাচের পর সিরিজে ১-১ সমতা থাকায় আজকের শেষ ম্যাচটি হয়ে উঠেছে অনেকটা ‘ফাইনালে’র মতো।

গত ৯ নভেম্বর দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ৬৮ রানের জয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল অধিনায়ক নাজমুলের। ব্যাট হাতে করেছেন ১১৯ বলে ৭৬ রান, হয়েছেন ম্যান অব দ্য ম্যাচও। কিন্তু সে ম্যাচেই কুঁচকিতে চোট পেয়ে ফিল্ডিংয়ের সময় তাঁকে বসে থাকতে হয় ড্রেসিংরুমে।

Image collected

এ ধরনের চোট গুরুতর না হলেও সাধারণত সপ্তাহখানেক লেগে যায় পুরোপুরি সুস্থ হতে। তবে গতকাল করানো এমআরআই রিপোর্ট হাতে পাওয়ার পর দুবাইয়ে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট নিশ্চিত হয়েছে, নাজমুলের কুঁচকির চোটটা ভালোই গুরুতর। আফগানিস্তানের বিপক্ষে আজকের শেষ ম্যাচে তাই তিনি খেলতে পারবেন না। নাজমুলের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন সহ–অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

শুধু শারজায় আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেই নয়, কুঁচকির এই চোটে হয়তো বাংলাদেশ অধিনায়ক মাঠের বাইরে চলে গেলেন কয়েক সপ্তাহের জন্যই। দল সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২২ নভেম্বর থেকে শুরু টেস্ট সিরিজে খেলাও আপাতত অনিশ্চিত নাজমুলের।

অন্তত প্রথম টেস্টটা যে তিনি খেলতে পারছেন না, সেটি মোটামুটি নিশ্চিত। কারণ পুরোপুরি সুস্থ না হয়ে খেলতে নামলে চোটের অবস্থা আরও খারাপের দিকে যাওয়ার শঙ্কা থাকবে।

শারজায় আফগানিস্তান সিরিজের প্রথম ওয়ানডের পর হারাতে হয়েছে মুশফিকুর রহিমকে। আঙুলের চোট সিরিজের পরের দুই ওয়ানডে থেকে তো বটেই, অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে ছিটকে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ থেকেও।

মুশফিকের পর নাজমুল—ওয়েস্ট ইন্ডিজে পূর্ণাঙ্গ সিরিজের আগে তিন ওয়ানডের ছোট্ট আফগানিস্তান সিরিজে একটু বেশিই বোধ হয় মূল্য দিতে হলো বাংলাদেশ দলকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com