রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:০৯ অপরাহ্ন

‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স’এবার সিলেটে

  • আপডেট সময় রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২, ৯.০৫ এএম
  • ২৭ বার পড়া হয়েছে

এফবিডি ডেস্ক॥
দেশের জনগণকে বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত করে তোলার উদ্যোগ নিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ শিক্ষা সর্বস্তরে পৌঁছে দিতে বিএসইসি ২০১৬ সালে প্রতিষ্ঠা করে ‘বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেট (বিএএসএম)’। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষিত বিনিয়োগকারী ও দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় এবার সিলেট জেলায় প্রথমবারের মতো আগামী ২১ জানুয়ারি ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স- ২০২৩’ অনুষ্ঠিত হবে। বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের অংশ হিসাবে বিএসইসির উদ্যোগে এ কনফারেন্স আয়োজন করতে যাচ্ছে।

সম্প্রতি বিএসইসি এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে।

বিএসইসির আদেশে উল্লেখ করা হয়েছে, বিএসইসির উদ্যোগে ২১ জানুয়ারি শনিবার সকাল ১০টা হতে দুপুর ১টা ৩০ পর্যন্ত ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স-২০২৩’ সিলেট জেলায় অনুষ্ঠিত হবে। এছাড়া কনফারেন্সের সঙ্গে পারস্পারিকভাবে বিনিয়োগ শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে। শিক্ষা মেলাটি ২১ জানুয়ারি সকাল ১০টা হতে বিকাল ৫টা পর্যন্ত চলবে। কনকারেন্সটি সফলভাবে সম্পাদনের লক্ষ্যে আগামী ১৪ থেকে ১৫ জানুয়ারি সিলেট ভ্রমণের (সার্বিক যাচাই, প্রয়োজনীয় প্রাথমিক প্রস্তুতি বিষয়ে পরিদর্শনের) জন্য নিম্নবর্ণিত কর্মকর্তাদের সমন্বয়ে পাঁচ সদস্যের কমিটি করা হলো।

গঠিত কমিটির সদস্যরা হলেন- বিএসইসির নির্বাহী পরিচালক রিপন কুমার দেবনাথ (আহ্বায়ক), বিএসইসির পরিচালক মনসুর রহমান, বিএসইসির অতিরিক্ত পরিচালক হাফিজ মোহাম্মদ হারুনুর রশিদ, ক্যাপিটাল মার্টে স্ট্যাবিলাইজেশন ফান্ডের (সিএমএসএফ) হেড অব অপারেশন মো ওয়াছি আজম এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটসের (বিএএসএম) এক্সিকিউটিভ অফিসার মাসুদুর রহমান।

গত ১৯ নভেম্বর চট্টগ্রাম বিভাগের নোয়াখালী জেলায় বিনিয়োগ শিক্ষা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক চেয়ারম্যান ড. এ কে আজাদ চৌধুরী।

গত ৩০ জুলাই ময়মনসিংহ বিভাগে বিনিয়োগ শিক্ষা কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠান বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ।

চলতি বছর বিভিন্ন জেলা পর্যায়ে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। জেলা পর্যায়ে মধ্যে নারায়ণগঞ্জ ও গাজীপুরে এ ধরনের আনুষ্ঠান আয়োজন করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com