মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০১:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
১৫ পুলিশ হত্যা : সাবেক মন্ত্রীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি মুঠোফোনে কথা বলা, রেস্তোরাঁ, পোশাকে ভ্যাট কমানোর আদেশ জারি আদালতে এসে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ‘১৩ বছর বয়স থেকে প্রেমের প্রস্তাব পাচ্ছি’ চাঁদা না দেয়ায় সাতক্ষীরায় বিএনপি নেতাকে কোপানোর অভিযোগ মালয়েশিয়া যেতে না পেরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই: সারজিস আলম ট্রাম্পের নির্বাহী আদেশে আতঙ্কে নথিপত্রহীন বাংলাদেশিরা, নিউইয়র্কে গ্রেপ্তার ৪ ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন মামুন চকরিয়ায় সেনা কর্মকর্তা হত্যা॥ তিনজন মিলে একাধিকবার ছুরিকাঘাত, বুলেটপ্রুফ জ্যাকেট পরেও রক্ষা পাননি তানজিম

বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড, বাড়তে পারে দেশেও

  • আপডেট সময় শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৬.০৯ পিএম
  • ২৯ বার পড়া হয়েছে
ছবি: সংগ্রহীত

টিডিএস ডেস্ক॥

বিশ্ববাজারে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে সোনার দাম। প্রথমবারের মতো বিশ্ববাজারে এক আউন্স (২৮.৩৫ গ্রাম) স্বর্ণের দাম দুই হাজার ৫৫৭ ডলারের বেশি। এর প্রভাব দেশের বাজারে সোনার দাম বাড়ার শঙ্কা রয়েছে। বর্তমানে দেশের বাজারে ভালো মান বা ২২ ক্যারেটের এক ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) সোনা এক লাখ ২৬ হাজার ৩২১ টাকায় বেচাকেনা হচ্ছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) একাধিক সদস্য এ বিষয়ে বলেন, বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। গত সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম প্রায় একশ ডলার বেড়েছে। সামনে সোনার আউন্স দুই হাজার ৬০০ ডলার বা এর চেয়েও বেশি হয়ে যেতে পারে। তাই বিশ্ববাজারে যে হারে সোনার দাম বাড়ছে, তাতে শিগগিরই দেশের বাজারেও সোনার দাম আরো বাড়তে পারে।
তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহের শুরুতে প্রতি আউন্স সোনার দাম ছিল দুই হাজার ৪৮৭ ডলার। সেখান থেকে বেড়ে প্রতি আউন্স সোনার দাম দুই হাজার ৫৭৮ ডলার হয় সপ্তাহের শেষে। সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ৯১ ডলার বা ৩ দশমিক ৬৬ শতাংশ। এর আগে এক আউন্স সোনার দাম ছিল ২ হাজার ৫৩০ ডলারে।
বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের ভরিপ্রতি সোনা এক লাখ ২৬ হাজার ৩২১ টাকায় বেচাকেনা হচ্ছে। অপরদিকে ২১ ক্যারেটের ভরিপ্রতি সোনার দাম এক লাখ ২০ হাজার ৫৮২ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ তিন হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৮৫ হাজার ৪৫০ টাকায় বেচাকেনা হচ্ছে। এর আগে গত ২৬ আগস্ট ২২ ক্যারেটের সোনার ভরিপ্রতি দাম বেড়েছিল এক হাজার ৯৩৬ টাকা। সেই সময় এক ভরি সোনার দাম দাঁড়িয়েছিল এক লাখ ২৭ হাজার ৯৪২ টাকা।
এরও আগে গত ২৩ আগস্ট ২২ ক্যারেটের সোনার ভরিপ্রতি দাম বেড়েছিল এক হাজার ৫০৪ টাকা। এক ভরি সোনার দাম দাঁড়িয়েছিল এক লাখ ২৬ হাজার ছয় টাকা। গত ২১ আগস্ট ২২ ক্যারেটের সোনার ভরিপ্রতি দাম বেড়েছিল এক হাজার ৫১৬ টাকা। এক ভরি সোনার দাম দাঁড়িয়েছিল এক লাখ ২৪ হাজার ৫০২ টাকা। গত ১৯ আগস্ট ২২ ক্যারেটের সোনার ভরিপ্রতি দাম বেড়েছিল দুই হাজার ৯০৪ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছিল এক লাখ ২২ হাজার ৯৮৫ টাকা। গত ১৫ জুলাই ২২ ক্যারেটের সোনার ভরিপ্রতি দাম বেড়েছিল এক হাজার ১৯০ টাকা। সে অনুযায়ী এক ভরি সোনার দাম দাঁড়িয়েছিল এক লাখ ২০ হাজার ৮১ টাকা। গত ৮ জুলাই ২২ ক্যারেটের সোনার ভরিপ্রতি দাম বেড়েছিল এক হাজার ৬১০ টাকা। তখন এক ভরি সোনার দাম দাঁড়িয়েছিল এক লাখ ১৮ হাজার ৮৯১ টাকা। গত ১ জুলাই ২২ ক্যারেটের সোনার ভরিপ্রতি দাম কমেছিল এক হাজার ৭৩ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছিল এক লাখ ১৭ হাজার ২৮২ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com