বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
আ’লীগ করার সুফল ১৫ বছরে অবৈধ সম্পদের পাহাড়॥ হেনরী ও তার স্বামীর বিরুদ্ধে অবশেষে দুদকের ২ মামলা পরিবারের জিম্মায় মুক্ত হলেন সাংবাদিক মুন্নী সাহা যমুনা রেলওয়ে ব্রীজ: পরীক্ষামুলক ট্রেন চলাচল শুরু সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত সিরাজগঞ্জ পৌর আ’লীগের সহ-সভাপতি ফিলিপস কারাগারে এস আলমের সঙ্গে আর ব্যবসায়ে আগ্রহী নয় ব্যাংকগুলো, বন্ধ হয়ে গেছে তেল-চিনি কারখানা ঠিকাদারের খোঁজ নেই, ছয় বছরেও শেষ হয়নি ২২ কোটির আইটি প্রকল্পের কাজ নভেম্বরে ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয় কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ ছিল: হাইকোর্ট আগে সংস্কার, এরপর নির্বাচন: প্রধান উপদেষ্টা

বিশ্ববাজারে সোনার দামে নতুন রেকর্ড, বাড়তে পারে দেশেও

  • আপডেট সময় শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪, ৬.০৯ পিএম
  • ১৭ বার পড়া হয়েছে
ছবি: সংগ্রহীত

টিডিএস ডেস্ক॥

বিশ্ববাজারে অতীতের সব রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছে সোনার দাম। প্রথমবারের মতো বিশ্ববাজারে এক আউন্স (২৮.৩৫ গ্রাম) স্বর্ণের দাম দুই হাজার ৫৫৭ ডলারের বেশি। এর প্রভাব দেশের বাজারে সোনার দাম বাড়ার শঙ্কা রয়েছে। বর্তমানে দেশের বাজারে ভালো মান বা ২২ ক্যারেটের এক ভরিপ্রতি (১১.৬৬৪ গ্রাম) সোনা এক লাখ ২৬ হাজার ৩২১ টাকায় বেচাকেনা হচ্ছে।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) একাধিক সদস্য এ বিষয়ে বলেন, বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে। গত সপ্তাহে প্রতি আউন্স সোনার দাম প্রায় একশ ডলার বেড়েছে। সামনে সোনার আউন্স দুই হাজার ৬০০ ডলার বা এর চেয়েও বেশি হয়ে যেতে পারে। তাই বিশ্ববাজারে যে হারে সোনার দাম বাড়ছে, তাতে শিগগিরই দেশের বাজারেও সোনার দাম আরো বাড়তে পারে।
তথ্য পর্যালোচনায় দেখা গেছে, গত সপ্তাহের শুরুতে প্রতি আউন্স সোনার দাম ছিল দুই হাজার ৪৮৭ ডলার। সেখান থেকে বেড়ে প্রতি আউন্স সোনার দাম দুই হাজার ৫৭৮ ডলার হয় সপ্তাহের শেষে। সপ্তাহের ব্যবধানে প্রতি আউন্স সোনার দাম বেড়েছে ৯১ ডলার বা ৩ দশমিক ৬৬ শতাংশ। এর আগে এক আউন্স সোনার দাম ছিল ২ হাজার ৫৩০ ডলারে।
বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের ভরিপ্রতি সোনা এক লাখ ২৬ হাজার ৩২১ টাকায় বেচাকেনা হচ্ছে। অপরদিকে ২১ ক্যারেটের ভরিপ্রতি সোনার দাম এক লাখ ২০ হাজার ৫৮২ টাকা, ১৮ ক্যারেটের দাম এক লাখ তিন হাজার ৩৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ৮৫ হাজার ৪৫০ টাকায় বেচাকেনা হচ্ছে। এর আগে গত ২৬ আগস্ট ২২ ক্যারেটের সোনার ভরিপ্রতি দাম বেড়েছিল এক হাজার ৯৩৬ টাকা। সেই সময় এক ভরি সোনার দাম দাঁড়িয়েছিল এক লাখ ২৭ হাজার ৯৪২ টাকা।
এরও আগে গত ২৩ আগস্ট ২২ ক্যারেটের সোনার ভরিপ্রতি দাম বেড়েছিল এক হাজার ৫০৪ টাকা। এক ভরি সোনার দাম দাঁড়িয়েছিল এক লাখ ২৬ হাজার ছয় টাকা। গত ২১ আগস্ট ২২ ক্যারেটের সোনার ভরিপ্রতি দাম বেড়েছিল এক হাজার ৫১৬ টাকা। এক ভরি সোনার দাম দাঁড়িয়েছিল এক লাখ ২৪ হাজার ৫০২ টাকা। গত ১৯ আগস্ট ২২ ক্যারেটের সোনার ভরিপ্রতি দাম বেড়েছিল দুই হাজার ৯০৪ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছিল এক লাখ ২২ হাজার ৯৮৫ টাকা। গত ১৫ জুলাই ২২ ক্যারেটের সোনার ভরিপ্রতি দাম বেড়েছিল এক হাজার ১৯০ টাকা। সে অনুযায়ী এক ভরি সোনার দাম দাঁড়িয়েছিল এক লাখ ২০ হাজার ৮১ টাকা। গত ৮ জুলাই ২২ ক্যারেটের সোনার ভরিপ্রতি দাম বেড়েছিল এক হাজার ৬১০ টাকা। তখন এক ভরি সোনার দাম দাঁড়িয়েছিল এক লাখ ১৮ হাজার ৮৯১ টাকা। গত ১ জুলাই ২২ ক্যারেটের সোনার ভরিপ্রতি দাম কমেছিল এক হাজার ৭৩ টাকা। এতে এক ভরি সোনার দাম দাঁড়িয়েছিল এক লাখ ১৭ হাজার ২৮২ টাকা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com