স্পোর্টস ডেস্ক॥
ঘরের মাঠে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শ্রীলংকার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। যেখানে ইনিংসের শুরুতেই জীবন পাওয়া নিশান মাদুস্কা উইকেটে থিতু হয়েছেন। তাকে যোগ্য সঙ্গ দিচ্ছেন দিমুথ করুণারত্নে। তাদের জুটিতে দলীয় ফিফটি পূরণ করেছেন সফরকারী লঙ্কানরা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ বিনা উইকেটে ৫৬ রান। মাদুস্কা ৩৭ ও করুণারত্নে ১৯ রানে অপরাজিত আছেন।
শনিবার টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকা দলপতি ধনঞ্জয়া ডি সিলভা। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন নিশান মাদুস্কা ও দিমুথ করুণারত্নে। ইনিংসের শুরুতেই জীবন পেয়েছেন মাদুস্কা।
ষষ্ঠ ওভারে অভিষিক্ত হাসান মাহমুদের অফ স্টাম্পের বাইরে লেংথ ডেলিভারি মাদুস্কার ব্যাটের কানায় লেগে দ্বিতীয় স্লিপে সহজ ক্যাচ ওঠে। কিন্তু সেটি হাতে জমাতে পারেননি জয়। ৯ রানে বেঁচে যান মাদুস্কা।
প্রথম ম্যাচের প্রথম ইনিংসেও স্লিপে ক্যাচ ছেড়েছিলেন জয়। শূন্য রানে বেঁচে গিয়ে ১০২ রানের ইনিংস খেলেন কামিন্দু মেন্ডিস। অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভার সঙ্গে গড়েন দুইশ রানের জুটি।
বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দিপু, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।
শ্রীলংকা একাদশ: দিমুথ করুণারত্নে, নিশান মাদুস্কা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দিনেশ চান্দিমাল, ধনঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, প্রভাত জয়াসুরিয়া, আসিথ ফার্নান্দো, লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দো।