বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
আ’লীগ করার সুফল ১৫ বছরে অবৈধ সম্পদের পাহাড়॥ হেনরী ও তার স্বামীর বিরুদ্ধে অবশেষে দুদকের ২ মামলা পরিবারের জিম্মায় মুক্ত হলেন সাংবাদিক মুন্নী সাহা যমুনা রেলওয়ে ব্রীজ: পরীক্ষামুলক ট্রেন চলাচল শুরু সিরাজগঞ্জে বাসচাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত সিরাজগঞ্জ পৌর আ’লীগের সহ-সভাপতি ফিলিপস কারাগারে এস আলমের সঙ্গে আর ব্যবসায়ে আগ্রহী নয় ব্যাংকগুলো, বন্ধ হয়ে গেছে তেল-চিনি কারখানা ঠিকাদারের খোঁজ নেই, ছয় বছরেও শেষ হয়নি ২২ কোটির আইটি প্রকল্পের কাজ নভেম্বরে ১৩ শতাধিক সরকারি আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে আইন মন্ত্রণালয় কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ ছিল: হাইকোর্ট আগে সংস্কার, এরপর নির্বাচন: প্রধান উপদেষ্টা

মেসিকে মেক্সিকান বক্সারের হুমকি, আগুয়েরোর পাল্টা তোপ

  • আপডেট সময় সোমবার, ২৮ নভেম্বর, ২০২২, ৮.৪০ এএম
  • ৩৫ বার পড়া হয়েছে

মেসির ওপর খেপেছেন কানেলো আলভারেস

এফবিডি ডেস্ক॥

ব্যাপারটা কিছুই নয়। মেক্সিকোকে হারিয়ে আর্জেন্টিনার ড্রেসিংরুমে তখন স্বস্তির সুবাতাস। খেলোয়াড়েরা নাচছেন, গাইছেন, ভিডিও করছেন, গলা ভেজাচ্ছেন, আনন্দ করছেন। সতীর্থদের আনন্দে মেসিও ছিলেন সন্তুষ্ট। তিনি অবশ্য অত নাচানাচির মধ্যে ছিলেন না। একপাশে বসে নিজের বুট খুলছিলেন। ড্রেসিংরুমে বেশ কিছু জার্সি পড়েছিল, যার মধ্যে মেক্সিকোর জার্সিও ছিল। হয়তো ম্যাচশেষে কোনো আর্জেন্টাইন খেলোয়াড়ের সঙ্গে জার্সি বিনিময়ের কারণে ওই জার্সি এসেছিল আর্জেন্টিনার ড্রেসিংরুমে।

বুট খুলতে যেন সুবিধা হয় এ জন্য পায়ের হালকা টোকায় মেক্সিকোর ওই জার্সি একটু সরিয়েছিলেন মেসি। ব্যস, তাতেই আগুন জ্বলে গিয়েছে মেক্সিকোয়!

স্পষ্ট করে বললে, মেক্সিকোর জনপ্রিয় বক্সার কানেলো আলভারেসের মনে। নিজ দেশের জার্সি আর্জেন্টিনার ড্রেসিংরুমে গড়াগড়ি খাচ্ছে, সেটা আবার মেঝি পা দিয়ে সরাচ্ছেন, ব্যাপারটা নিতে পারেননি চারটি ওজনশ্রেণিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জেতা এই বক্সার। তাঁর মনে হয়েছে, মেসি পা দিয়ে জার্সি সরিয়ে জার্সির অসম্মান করেছেন।

এ নিয়ে সকাল থেকেই সরগরম আলভারেসের টুইটার। ‘সুপার মিডলওয়েট’-এ ইতিহাসের প্রথম ও একমাত্র বক্সার হিসেবে ‘আনডিসপুটেড চ্যাম্পিয়ন’ হওয়া এই বক্সার হুমকির সুরে জানিয়েছেন, মেসি তাঁর সামনে পড়লে ছেড়ে কথা কইবেন না! মারমুখী আলভারেসকে থামাতে আর মেসিকে সমর্থন দিতে এগিয়ে এসেছেন আবার মেসিরই বহুদিনের বন্ধু সের্হিও আগুয়েরো।

একের পর এক টুইটে আলভারেস মেসির দিকে তোপ দেগেছে, ‘মেসি আমাদের জার্সি আর পতাকা দিয়ে মেঝে পরিস্কার করতে দেখেছেন মেসিকে? আর্জেন্টিনাকে আমি যেমন শ্রদ্ধা করি, তেমনটা মেক্সিকোকেও করতে হবে তোমার। আমি দেশের (আর্জেন্টিনা) কথা বলছি না, আমি মেসির কথা বলছি। কারণ সে… (প্রকাশ অযোগ্য ভাষা)। ভক্তদের কথা আলাদা। কিন্তু আমাদের হিসেব তো ভিন্ন। বেশি বাড় বেড়ো না। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো, যাতে আমার সামনে না পড়তে হয় তোমাকে!’ পড়লে যে কী হবে, সেটা বোঝার জন্য হয়তো আইনস্টাইন হওয়া লাগে না!

ইএসপিএনের সাংবাদিক ডেভিড ফাইতেলসন মিনিমিন করে মেসিকে সমর্থন দিতে আসলে টুইটের জবাবে একদম তেড়েফুঁড়ে আসেন আলভারেজ, ‘চুপ থাক (প্রকাশ অযোগ্য গালি)! তুই সবসময় মেক্সিকোর মানুষ বাদে সবাইকে সমর্থন দিস। তুই কিচ্ছু জানিস না! তারা ফুটবলে আমাদের চেয়ে ভালো, সেটা এক বিষয়, আর সম্মান দেওয়া-না দেওয়া অন্য বিষয়। মেক্সিকোর জার্সি মেঝেতে পড়েছিল, এটাই একটা অসম্মানের বিষয়। আমাকে শেখাতে এসো না কোনটা সম্মান আর কোনটা অসম্মানের।’

শেষমেশ মেসির সমর্থনে এগিয়ে এসেছেন খোদ আগুয়েরো। ফুটবল থেকে অবসর নেওয়া সাবেক এই আর্জেন্টাইন স্ট্রাইকার আবার মেসির বহুদিনের বন্ধু। বন্ধুকে কেউ মারতে চাইছে, আর আগুয়েরো চুপ থাকবেন, তা কী করে হয়? আগুয়েরো লিখেছেন, ‘জনাব কানেলো, (ম্যাচ হারার পর) উল্টোপাল্টা অজুহাত খুঁজবেন না। আপনি নিশ্চিতভাবেই জানেন না ফুটবলে কী হয় আর ড্রেসিংরুমে কি পরিস্থিতি থাকে। ঘামে ভেজা জার্সিগুলো সাধারণত মেঝেতে পড়ে থাকে। আপনি খেয়াল করে দেখলে বুঝবেন, ও ইচ্ছে করে কাজটা করেনি। শুধু বুট খোলার জন্য জার্সিটা সরিয়েছিল।’

এই ব্যাখ্যার জবাব এখনও দেননি কানেলো আলভারেস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com