শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন

মেসি সই করা জার্সি পাঠিয়েছেন ধোনির মেয়েকে

  • আপডেট সময় বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২, ৯.৪৯ এএম
  • ৭২ বার পড়া হয়েছে

এফবিডি ডেস্ক॥
ভারতের বিশ্বকাপজয়ী ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির মেয়ে জিভাকে সই করা জার্সি পাঠিয়েছেন সদ্য বিশ্বজয়ের স্বাদ পাওয়া আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি।

ছোটবেলা থেকেই ফুটবলের ভক্ত ছিলেন এমএস ধোনি। তার মেয়েও ফুটবল ভালোবাসে। সেই জিভাই এখন শিরোনামে।

কারণ এমএস ধোনির মেয়েকে নিজে সই করে আর্জেন্টাইন জাতীয় দলের জার্সি পাঠিয়েছেন মেসি।

মেসি সেই জার্সিতে লিখেছেন, ‘পারা জিভা।’ অর্থাৎ, ‘জিভার জন্য।’

সাত বছর বয়সি জিভা সেই জার্সি পরে ইনস্টাগ্রামে ছবি আপলোড করেছে। ছবির ক্যাপশনে লেখা ‘যেমন বাবা, তেমনই মেয়ে।’

ছবিতে দেখা গেছে, মেসির ১০ নম্বর জার্সি পরে রয়েছে জিভা। তাতে মেসির অটোগ্রাফ। সেটা আঙুল দিয়ে দেখাচ্ছে জিভা।

মেসির পাঠানো জার্সি পরা জিভার ছবি ভাইরাল হয়েছে ইতোমধ্যে। ধোনি নিজেও মেসির বড় ভক্ত।

এদিকে আর্জেন্টিনার বিশ্বকাপ জয় সেলিব্রেশনের জন্য লিওনেল মেসিকে ১ জানুয়ারি পর্যন্ত ছুটি দিয়েছে তার ক্লাব পিএসজি।

পিএসজি ম্যানেজার ক্রিস্টোফ গালটিয়ের জানিয়েছেন, লিওনেল মেসি ক্লাবের হয়ে কয়েকটি ম্যাচ খেলবেন না।

দলের কোচ মঙ্গলবার বলেছেন, মেসি ২০২২ সালে প্যারিসে ফিরবেন না এবং নতুন বছরের পরই প্যারিসে ফিরে আসবেন লিওনেল মেসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com