এফবিডি ডেস্ক॥
বিশ্বকাপের প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৭-০ গোলে হারিয়েছে ২০১০ এর চ্যাম্পিয়ন স্পেন। এই ম্যাচেই অভিষেক হয়েছে স্পেনের ফুটবলার নিকো উইলিয়ামসের। কিন্তু অভিষেক ম্যাচের থেকেও প্রতিপক্ষ কখন ঘানা হবে, এতেই যেন নিকোর তর সইছে না।
এএফপিকে নিকো উইলিয়ামস বলেছেন, ‘সবকিছুর উর্ধ্বে, আমি ঘানাকে মোকাবিলা করতে চাই।’
ঘানার সঙ্গে লড়াইয়ে এই আগ্রহের কারণ, স্পেনের হয়ে খেলা নিকোরই বড় ভাই ইনাকি উইলিয়ামস খেলছেন ঘানার হয়ে। বয়সে নিকোর থেকে ৮ বছরের বড় ইনাকি।
যদি ঘানা ও স্পেন সত্যি বিশ্বকাপে মুখোমুখি হয়, তাহলে বিশ্বকাপের সেই ম্যাচটি ভাইদের লড়াইয়ে পরিণত হবে।
যদিও দুই ভাই ক্লাব পর্যায়ে স্প্যানিশ ক্লাব এথলেটিকো বিলবাওতে খেলে।
বাবা-মায়ের সঙ্গে নিকো (বাঁয়ে) ইনাকি (ডানে)
নিকো ও ইনাকির বাবা ফেলিক্স উইলিয়ামস ও তাদের মা, ফেলিক্সের বান্ধবী মারিয়া আর্থার লাইবেরিয়া যুদ্ধ থেকে বাঁচতে খালি পায়ে সাহারা মরুভূমি পাড়ি দিয়েছিলেন। ঘানার রাজধানী আক্রা থেকে ৪ হাজার ৯০০ কিলোমিটার সাহারা মরুভূমির মধ্যে দিয়ে পাড়ি দেন তারা। সে সময় তাপমাত্রা ছিল ৫০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।
নিকোর তখন জন্ম হয়নি কিন্তু ইনাকি সে সময় মা মারিয়া আর্থারের পেটে ছিলেন।
যুদ্ধ থেকে পালিয়ে আসা সেই ফেলিক্সের দুই ছেলে এখন দুই দেশের জাতীয় দলে খেলে।
এমন কি ইনাকির ২০ বছর বয়সেও সে তার বাবা মায়ের এই সংগ্রামের ঘটনা জানতো না।