ডিএমডি হলেন চার জিএম
স্টাফ রিপোর্টার॥
অন্য এক প্রজ্ঞাপনে সরকারি দুই ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানের চার মহাব্যবস্থাপককে উপব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি দেয়া হয়েছে।
রাষ্ট্রায়ত্ত আট ব্যাংকে ১৫ উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে রদবদল করেছে সরকার। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। অন্য এক প্রজ্ঞাপনে দুই ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানের মোট চার মহাব্যবস্থাপককে (জিএম) উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি দেয়া হয়েছে।
উপসচিব মীনাক্ষী বর্মণের সই করা প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত খাতের সবচেয়ে বড় ব্যাংক সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ইনসিটু) সুভাস চন্দ্র দাসকে একই ব্যাংকে ডিএমডি পদে বদলি করা হয়েছে।
বাংলাদেশ কৃষি ব্যাংকের ডিএমডি মীর মোফাজ্জল হোসেনকে বদলি করে সোনালী ব্যাংকে পাঠানো হয়েছে। রূপালী ব্যাংকের ডিএমডি খান ইকবাল হোসেনকে বদলি করা হয়েছে কৃষি ব্যাংকে।
জনতা ব্যাংকের মোহাম্মদ সাইফুল আলমকে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, জনতা ব্যাংকের দেলওয়ারা বেগমকে রূপালী ব্যাংক এবং ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের ডিএমডি (ইনসিটু) আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমানকে একই প্রতিষ্ঠানের ডিএমডি করা হয়েছে।
প্রবাসী কল্যাণ ব্যাংকের ডিএমডি (ইনসিটু) জাহাঙ্গীর হোসেন একই ব্যাংকের ডিএমডি হয়েছেন। বেসিক ব্যাংকের খান ইকবাল হাসানকে পাঠানো হয়েছে পল্লী সঞ্চয় ব্যাংকে। রূপালী ব্যাংকের ডিএমডি (ইনসিটু) কাজী মো. ওয়াহিদুল ইসলামকে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংকের ডিএমডি (ইনসিটু) তাহমিনা আখতারকে একই ব্যাংকের ডিএমডি করা হয়েছে।
কর্মসংস্থান ব্যাংকের ডিএমডি (ইনসিটু) মেহের সুলতানাকে ওই ব্যাংকেরই ডিএমডি করা হয়েছে। রূপালী ব্যাংকের পারসুমা আলমকে সোনালী ব্যাংকে, বেসিক ব্যাংকের ডিএমডি (ইনসিটু) আবুল কালাম আজাদকে একই ব্যাংকের ডিএমডি করা হয়েছে। জনতা ব্যাংক ডিএমডি (ইনসিটু) শ্যামল কৃষ্ণ সাহাকে অগ্রণী ব্যাংকের ডিএমডি এবং রূপালী ব্যাংকের ডিএমডি (ইনসিটু) গোলাম মরতুজাকে জনতা ব্যাংকের ডিএমডি পদে বদলি করা হয়েছে।
ডিএমডি হলেন ৪ জিএম:
উপসচিব মীনাক্ষী বর্মণের সই করা আরেক প্রজ্ঞাপনে অগ্রণী ব্যাংকের জিএম আব্দুল্লাহ আল মামুনকে ডিএমডি পদে পদোন্নতি দিয়ে জনতা ব্যাংকে পাঠানো হয়েছে। ২৬ নভেম্বর থেকে তার পদোন্নতি কার্যকর হবে। জনতা ব্যাংকের জিএম রেজিনা পারভীনকে ডিএমডি পদে পদোন্নতি দিয়ে অগ্রণী ব্যাংকে পাঠানো হয়েছে। ২৭ নভেম্বর থেকে কার্যকর হবে তার পদোন্নতি।
জনতা ব্যাংকের জিএম বিশ্বজিত কর্মকারকে ডিএমডি পদে পদোন্নতি দিয়ে একই ব্যাংকে রাখা হয়েছে। ১ ডিসেম্বর থেকে তার পদোন্নতি কার্যকর হবে। এ ছাড়া বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের পারভীন আকতারকে ডিএমডি পদে পদোন্নতি দিয়ে অগ্রণী ব্যাংকে পাঠানো হয়েছে। পারভীনের পদোন্নতিও ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
‘ইনসিটু’ হলো পদ না থাকার পরও পদোন্নতি পাওয়া। পদায়নের পরও সুবিধামতো জায়গায় থাকতে নিচের পদে চাকরি করা। পরে যখন পদোন্নতি দেয়া হয়, তখন সাধারণত আগের পদেই তাদের পদায়ন করা হয়।