রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
১৫ পুলিশ হত্যা : সাবেক মন্ত্রীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি মুঠোফোনে কথা বলা, রেস্তোরাঁ, পোশাকে ভ্যাট কমানোর আদেশ জারি আদালতে এসে চকলেট খেতে চাইলেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী ‘১৩ বছর বয়স থেকে প্রেমের প্রস্তাব পাচ্ছি’ চাঁদা না দেয়ায় সাতক্ষীরায় বিএনপি নেতাকে কোপানোর অভিযোগ মালয়েশিয়া যেতে না পেরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ঘেরাও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আমি নেই: সারজিস আলম ট্রাম্পের নির্বাহী আদেশে আতঙ্কে নথিপত্রহীন বাংলাদেশিরা, নিউইয়র্কে গ্রেপ্তার ৪ ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস পেলেন মামুন চকরিয়ায় সেনা কর্মকর্তা হত্যা॥ তিনজন মিলে একাধিকবার ছুরিকাঘাত, বুলেটপ্রুফ জ্যাকেট পরেও রক্ষা পাননি তানজিম

রূপপুরে টেলিযোগাযোগ নেটওয়ার্ক: কাজ ছাড়াই মেয়াদ শেষ, এখন ব্যয় বাড়ানোর আবদার

  • আপডেট সময় বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ১.১৭ পিএম
  • ২৮ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত

দুই বছরের মেয়াদ শেষে কাজ হয়েছে মাত্র ০.০১ শতাংশ
প্রকল্পের মেয়াদ আরও দুই বছর বাড়াতে চায় বিটিসিএল
৩৭৮ কোটির প্রকল্পের ব্যয় দাঁড়াচ্ছে ৭২৩.৭৮ কোটিতে


টিডিএস ডেস্ক



রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে উচ্চগতির টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপনে ৩৭৮ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছিল ২০২২ সালে। দুই বছর মেয়াদি এই প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে সাত মাস আগে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এখন মেয়াদ ও ব্যয় দুটোই বাড়িয়ে দ্বিগুণ করার আবদার করছে প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে নেওয়া প্রকল্পটির নাম ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য এক্সটার্নাল টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে জাতীয় পারমাণবিক ও তেজস্ক্রিয়তাবিষয়ক ব্যবস্থাপনা কেন্দ্রের সঙ্গে বিদ্যুৎকেন্দ্র ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার নিরবচ্ছিন্ন টেলিযোগাযোগব্যবস্থা নিশ্চিত করা হবে।
পরিকল্পনা কমিশনের তথ্যমতে, বাংলাদেশ ও রুশ সরকারের অর্থায়নে বাস্তবায়নাধীন এই প্রকল্পের ব্যয় ধরা হয় ৩৭৮ কোটি ৮৪ লাখ টাকা। আর মেয়াদ ধরা হয় ২০২২ সালের এপ্রিল থেকে ২০২৪ মার্চ পর্যন্ত। নির্ধারিত ওই মেয়াদ সাত মাস আগে শেষ হয়ে গেলেও এখন পর্যন্ত প্রকল্পের আর্থিক ও বাস্তব অগ্রগতি মাত্র ০.০১ শতাংশ। আর এই সময়ে খরচ হয়েছে ৪ কোটি ৮২ লাখ টাকা। এ অবস্থায় প্রকল্পের ব্যয় ৩৪৪ কোটি ৯৪ লাখ টাকা বা ৯১.০৫ শতাংশ বাড়িয়ে ৭২৩ কোটি ৭৮ লাখ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) কাছে। একই সঙ্গে প্রকল্পটি বাস্তবায়নের জন্য ২০২৬ সালের জুন পর্যন্ত সময় চেয়েছে বিটিসিএল।
পিইসি বিষয়টি পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগে উপস্থাপন করেছে। এরপর বিভাগটি থেকেও বিটিসিএলের প্রস্তাব পরিকল্পনা কমিশনে তুলে ধরা হয়। প্রকল্পের সারসংক্ষেপ এখন পরিকল্পনা উপদেষ্টার দপ্তরে রয়েছে বলে জানা গেছে।
জানতে চাইলে পরিকল্পনা কমিশনের আর্থসামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) রেহানা পারভীন বলেন, রূপপুরের মূল প্রকল্পের সহযোগিতার জন্য এই প্রকল্প নেওয়া হচ্ছে। একটা প্রকল্প আরেকটা প্রকল্পের পরিপূরক। তাই সবকিছু বিচার-বিশ্লেষণ করে এই প্রকল্পটির ব্যয় অনুমোদন করা হচ্ছে।
এদিকে কোনো কাজ না করেই প্রকল্পের মেয়াদ ও ব্যয় বৃদ্ধির এই প্রস্তাব নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, প্রকল্পটি নেওয়ার আগে সম্ভাব্যতা সঠিকভাবে যাচাই করা হয়নি। তড়িঘড়ি করে প্রকল্প অনুমোদন করা হয়েছে। এখন প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত সময় ও ব্যয় বরাদ্দের যে প্রস্তাব করা হয়েছে, তাতেই বোঝা যায়, প্রকল্প বাছাইয়ে দুর্বলতা ছিল। এই প্রকল্পে অনিয়ম হয়েছে।
এ বিষয়ে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, বিগত সরকারের সময় অধিকাংশ প্রকল্পই নেওয়া হয়েছিল রাজনৈতিকভাবে, এ কারণে প্রকল্প নেওয়ার সময় সম্ভাব্যতা যাচাই করা হয়নি। ‘রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য এক্সটার্নাল টেলিযোগাযোগ নেটওয়ার্ক স্থাপন প্রকল্পের ক্ষেত্রেও এমন হয়েছে। কোনো কাজ না করেই এখন তারা সময় ও ব্যয় বাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়েছে।
তবে বিটিসিএলের প্রকল্পের সময় ও ব্যয় বাড়ানোর প্রস্তাবে বেশ কিছু যুক্তি তুলে ধরেছে। প্রস্তাবে তারা বলেছে, প্রকল্পের নেটওয়ার্ক ডিজাইন চূড়ান্তকরণে রাশিয়ার পরামর্শক প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতা এবং পরামর্শক প্রতিষ্ঠানের পরামর্শক ফি পরিশোধে আরোপিত শর্তগুলো পরিপালন করা সম্ভবপর না হওয়ায় ক্রয়সংক্রান্ত সব প্রক্রিয়া সম্পাদন সত্ত্বেও চুক্তি করা যায়নি। এ কারণে প্রকল্পের মূল কাজই শুরু হয়নি।
বিটিসিএল ব্যয় বাড়ানোর পেছনে যুক্তি দিয়ে বলেছে, তিনটি এনটিটিএন অপারেটস থেকে আরআরইউ ভিত্তিতে অপটিক্যালস ফাইবার লিজ নেওয়া বাবদ চাহিদাকৃত বাস্তব ব্যয় অনুমোদিত ডিপিপিতে বর্ণিত ব্যয় অপেক্ষা অনেক বেশি। প্রকল্পটির ব্যয় বাড়ানোর প্রস্তাবের আরও একটি বড় কারণ দেখানো হয়, চাহিদা, কারিগরি ও সেবাজনিত কারণে টেলিকম সরঞ্জাম ও সিকিউরিটি ইকুইপমেন্টের বিভিন্নতায় ও সংখ্যায় পরিবর্তন এসেছে। এনপিপির জন্য সিকিউরিটি-বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনায় নিয়ে প্রস্তাবিত আরডিপিপিতে সব লেয়ারে নতুন করে সিকিউরিটি যন্ত্রপাতি স্থাপনের প্রস্তাব করা হয়েছে, যা মূল ডিপিপিতে ছিল না।

এ ছাড়া তড়িঘড়ি করে প্রকল্পটির অনুমোদন নেওয়া হলেও এখন পর্যন্ত রাশিয়ার পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে কোনো চুক্তিই করতে পারেনি বিটিসিএল। অন্যদিকে ২০২২ সালে যখন প্রকল্পটি অনুমোদন পায়, তখন ডলারের মূল্য ছিল ৮৪ টাকা, যেটি বর্তমানে ১২০ টাকা হয়েছে।
সার্বিক বিষয়ে প্রকল্প পরিচালক শফিকুর রহমান বলেন, নানা কারণে প্রকল্পের কাজ এগিয়ে নেওয়া সম্ভব হয়নি। রাশিয়ার পরামর্শক প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীলতার পাশাপাশি পরামর্শক প্রতিষ্ঠানের ফি পরিশোধে জুড়ে দেওয়া শর্ত পূরণ করতে না পারায় এই সময় অতিবাহিত হয়েছে। কাজ না হওয়ার যন্ত্রপাতিসহ অনেক কিছুরই দাম রিশিডিউল করতে হচ্ছে। এসব কারণেই ব্যয় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2023 The Daily Sky
Theme Developed BY ThemesBazar.Com